হীরক মুখোপাধ্যায় (১৪ ফেব্রুয়ারী ‘২১):- গতকাল সন্ধ্যায় এক অনুষ্ঠানের মাধ্যমে ‘রনি রায় এবং পিঙ্কি রায় স্মৃতি স্কলারশিপ’ পেলেন বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্রী অরুণিভা দে।
অরুণিভা-র হাতে স্কলারশিপ তুলে দেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা বিভাগের মন্ত্রী সাধন পাণ্ডে, সাংবাদিক কুনাল ঘোষ ও সঞ্জয় রায়।
সুকিয়া স্ট্রিটের বৃন্দাবন মাতৃ মন্দিরের উদ্যোগে আয়োজিত এই স্কলারশিপ প্রদান অনুষ্ঠানে অরুণিভা ছাড়াও আরো ৩৪ জনের হাতে স্কলারশিপ রূপে ১০ হাজার টাকা করে মোট ৩,৫০,০০০ টাকা তুলে দেওয়া হয়।
উত্তর কলকাতার মানিকতলা যুগিপাড়ার মেয়ে অরুনিভা ২০১৬ সালে মাধ্যমিকে ৭৮.১৪% এবং ২০১৮ সালে উচ্চ মাধ্যমিকে ৮৪.৮% নম্বর নিয়ে উত্তীর্ণ হবার পর বর্তমানে বিদ্যাসাগর মহাবিদ্যালয়ে ইতিহাস (সাম্মানিক) নিয়ে পড়ালেখা করছেন। করোনা পরিস্থিতির কারণে লকডাউনের সময় কাজ হারানোর পর অরুণিভা-র বাবা বর্তমানে সবজির দোকান চালিয়ে সংসার চালাচ্ছেন। ইতিহাস নিয়ে পিএইচডি করার স্বপ্ন দেখা অরুণিভাকেও সংসারের প্রয়োজনে অরুনিভাকেও সময় সময় বাবার সবজি বেচার কাজে সাহায্য করতে হচ্ছে।