12, Apr-2021 || 01:16 pm
Home দেশ কবাডি খেলোয়াড়কে গুলি চালিয়ে খুন করলেন পাঞ্জাব পুলিসের এএসআই

কবাডি খেলোয়াড়কে গুলি চালিয়ে খুন করলেন পাঞ্জাব পুলিসের এএসআই

হীরক মুখোপাধ্যায় (৮ মে ‘২০):- গতকাল রাতে নিজের দোষ ঢাকতে কবাডি খেলোয়াড় অরবিন্দজীৎ সিং-কে নিজের রিভলবার থেকে গুলি চালিয়ে খুন করলেন পাঞ্জাবের ধিলওয়ান থানার এসিসটেন্ট সাব ইন্সপেক্টর পরমজীৎ সিং।

কাপুরথালা-র অতিরিক্ত আরক্ষা অধীক্ষক সতীন্দ্র সিং জানিয়েছেন, “এই ঘটনায় ধিলওয়ান থানার এসিসটেন্ট সাব ইন্সপেক্টর পরজীৎ সিং (৪৫) ও তাঁর সঙ্গী মাঙ্গু (২৮) কে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ড বিধি-র ধারা ৩০২ (খুন), ৩০৭ (খুনের প্রচেষ্টা), ৩৪ (সমবেত প্রয়াস) ও অস্ত্র আইন ধারায় মামলা রুজু করা হয়েছে।”

নিহত কবাডি খেলোয়াড় অরবিন্দজীৎ সিং-এর বন্ধু আহত প্রদীপ সিং সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “গতকাল রাত ১০.৩০ টা নাগাদ অরবিন্দজিৎ, আমি ও আমাদের কয়েকজন বন্ধু কবাডি খেলে লক্ষ্মণ কী প্যারে গ্রামে ফিরছিলাম। আমরা দেখি গ্রামের কাছে সড়কের উপর আমরা একটা রহস্যময় গাড়ি দাঁড়িয়ে আছে। ওই গাড়ির জানলার কাঁচ কাপড় দিয়ে ঢাকা ছিল।
স্বভাবতই আমি ও অরবিন্দজীৎ ঘটনার অনুসন্ধান করতে গাড়ির দিকে এগিয়ে যাই। গাড়ির সামনে গিয়ে দেখি ভেতরে দুজন বসে আছেন। তাঁদের কাছে গাড়ির জানলা কাপড় দিয়ে ঢেকে রাখার কারণ জানতে চাইলে ভেতর থেকে দুজন বেরিয়ে এসে তীব্র বাদানুবাদ শুরু করেন।
এই সময় একজন রিভলবার দিয়ে অমরজীৎকে লক্ষ্য করে পরপর তিনবার গুলি চালায়।
অমরজীৎ ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে মারা যায় ও আমি আহত হয়ে যাই। গুলির আওয়াজ শুনে বেরিয়ে আসেন গ্রামীণ জনসাধারণ। আমাদের বন্ধুরা ও গ্রামীণ জনসাধারণ একসাথে ধরে ফেলেন খুনি ও তাঁর সঙ্গীকে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রাজারহাটে ভাইজান

রাজীব দত্ত, রাজারহাট: আজ 115 নম্বর রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রের সিপিআইএম ও সংযুক্ত মোর্চা মনোনীত প্রার্থী সপ্তসী দেবের সমর্থনে রাজারহাট লাউহাটি...

কামারহাটি বিধানসভার বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে উপস্থিত ছিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া স্বনামধন্য অভিনেতা মিঠুন চক্রবর্তী

রাজীব দত্ত, কামারহাটি : আজ দুপুরে কামারহাটি বিধানসভার বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে, উপস্থিত ছিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া স্বনামধন্য অভিনেতা মিঠুন...

আদালত থেকে জামিন পাওয়ার পরেও নিখোঁজ বারাসাতের বিজেপি কর্মীবৃন্দ

হীরক মুখোপাধ্যায় (৭ এপ্রিল '২১):- জেলা ও দায়রা আদালত থেকে জামিন পাওয়ার পরেও নিখোঁজ বারাসাতের ৪ বিজেপি কর্মী।বিজেপি কর্মীদের পুলিস পুনরায় গ্রেফতার...

নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে “ওয়েবকুপা”-র অনুষ্ঠান।

নিজস্ব সংবাদাতা, নন্দীগ্রাম: তৃতীয়বারের জন‍্য পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাসীন করার লক্ষ্যে মুখ‍্যমন্ত্রীর সমর্থনে এবারো প্রচারে নামলেন পশ্চিমবঙ্গের কলেজ ও বিশ্ববিদ্যালয়েরঅধ্যাপক সমিতি ওয়েবকুপা।...