02, Dec-2020 || 08:32 pm
Home জেলা নদীয়া জেলার চাপড়ায় ফের করোনার থাবা ,আতঙ্কে নদিয়াবাসী

নদীয়া জেলার চাপড়ায় ফের করোনার থাবা ,আতঙ্কে নদিয়াবাসী

স্নেহাশীষ মুখার্জি ,নদীয়া ,৮ মে: আবার সন্ধান পাওয়া গেল নদিয়ার চাপড়ায় করোনা রোগীর। এর আগেও চাপড়ার চারাতলার একজন পৌঢ়ের করোনা ধরা পরেছিলো। যদিও
তিনি এখন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
নদীয়া জেলার অন্তর্গত চাপড়া ব্লকের গাটরার এক যুবক করোনা আক্রান্ত হল। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত ৫ মে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে গলব্লাডার অপারেশন কারবার জন্য ভরতি হন তিনি। সেখান তাঁর চিকিৎসা চলছিল। তিনি পেশায় সবজি ব্যবসায়ী ঐ যুবকের বয়স ২৮ বছর। জানা গিয়েছে, ওই হাসপাতালে এর মধ্যেই একজন করোনা আক্রান্ত হওয়ায় সকলের লালারসের নমূনা পরীক্ষা হয় বৃহস্পতিবার। সেইসময় শারিরিক বিভিন্ন পরীক্ষার পর তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। সতর্কতামূলক অবস্থান হিসাবে ওই যুবকের সংস্পর্শে আসা তাঁর আত্মীয় স্বজন এবং আরও যাদের কাছে তিনি আগে গিয়েছিলেন, এরকম মোট ১৬ জনকে কৃষ্ণনগর রুইপুকুর কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে। এছাড়াও নিয়ম অনুযায়ী সবরকম ব্যবস্থাই নেওয়া হচ্ছে। বিষয়টির সতত্যা স্বীকার করে নিয়েছেন নদীয়া জেলা প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

এবার জৌলুসহীন রাস যাত্রা নদীয়ার শান্তিপুরে, হবেনা শোভাযাত্রা, নেই রাই রাজা ও

প্রদীপ মজুমদার, নদীয়া: রাত পোহালেই শান্তিপুরের ভাঙ্গা রাস। আর এই ভাঙ্গা রাস ই এবার জৌলুসহীন। শোভাযাত্রা বন্ধ নেই রাই রাজা ও। নগর...

দুয়ারে দুয়ারে সরকারকে মরণকালে হরিনাম বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু

প্রদীপ মজুমদার, নদীয়া : রাজ্য সরকারের প্রকল্প 'দুয়ারে সরকার' কে মরণ কালে হরিনাম বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। মঙ্গলবার...

আবেদনের দীর্ঘদিন পরেও উজালা যোজনার গ্যাস সিলিন্ডার না পেয়ে বিক্ষোভ হাসনাবাদে

সৌরভ দাশ, হাসনাবাদ: দীর্ঘদিন আগে উজালা গ্যাস যোজনার গ্যাসের আবেদন করলেও এখনো মেলেনি গ্যাস,এমনকি এলাকার ভারত গ্যাস ব্যবহার কারীরাও সিলিন্ডার ফুরিয়ে গেলে...

টাকী তে সাংগাঠনিক বৈঠক বিজেপি মহিলা মোর্চার

সৌরভ দাশ, টাকী: আসন্ন ভোটে মহিলা মোর্চার স্ট্র্যাটেজি ঠিক করতেমঙ্গলবার বিজেপির রাজ্য মহিলা মোর্চার পরিচালনায় বসিরহাট সাংগাঠনিক জেলার মহিলা মোর্চার উদ্দ্যোগে টাকী...