হীরক মুখোপাধ্যায় (৮ মে ‘২০):- রেললাইন ধরে মধ্যপ্রদেশে নিজেদের বাড়িতে ফেরার পথে আজ ভোর ৫.১৫ মিনিট নাগাদ মহারাষ্ট্র-র ঔরঙ্গাবাদ জেলার কারমাদ-এর কাছে চলন্ত মালগাড়ির নীচে চাপা পড়ে আহত হন ৫ জন ও প্রাণ হারান ১৪ জন পরিযায়ী শ্রমিক।
দক্ষিণ মধ্যে রেলের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, “দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছেছে আরপিএফ ও স্থানীয় পুলিস। আহত ও মৃতদের ঔরঙ্গাবাদ সিভিল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
রেল ও স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে, “লকডাউন পর্বে রেললাইন ধরে জালনা থেকে ভূসাওয়াল-এর দিকে ফিরছিলেন এই পরিযায়ী শ্রমিকরা। পথ মধ্যে হাঁটার পরিশ্রমে ক্লান্ত হয়ে ওঁনারা রেললাইনের উপরেই ঘুমিয়ে পড়েছিলেন। ভোরবেলা চলন্ত মালগাড়ির তলায় চাপা পড়ে ওঁদের মৃত্যু হয়।”
ঘটনার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেলমন্ত্রী পীযুষ গোয়েল-এর সাথে এই বিষয়ে কথা বলেছেন।
পরে নিজের বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “ঘটনার তদন্ত হবে। আহত ও মৃতদের পরিবারকে সহায়তা করা হবে।”