নিজস্ব প্রতিনিধি, কোলকাতাঃ সারাবাংলা গ্রামীন সম্পদ কর্মী সংগঠনের ডাকে নবান্ন অভিযান করেন গ্রামীন সম্পদ কর্মী তথা ভিআরপিরা। বেলা ১ টা নাগাদ রামলীলা পার্ক থেকে এস এন ব্যানার্জি রোড ধরে নবান্ন অভিমুখে রওনা দেয় রাজ্যের প্রায় ১৫ হাজার গ্রামীন সম্পদ কর্মী। হগ স্ট্রিটে পুলিশের দ্বারা বাধাপ্রাপ্ত হলে ভি আর পিরা ওখানেই অবস্থান বিক্ষোভ শুরু করে দেন। বিকেল পাঁচটা নাগাদ ভি আর পি দের একটি প্রতিনিধিদল পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুব্রত মুখার্জির সাথে দেখা করেন ও ডেপুটেশন কপি জমা করেন।
রাজ্যের ২৫ হাজার ৪০ জন ভিআরপির পক্ষে ডেপুটেশন দিতে যান সংগঠনের সভাপতি মিজানুর রহমান সহ হরিসাধন রুইদাস, শেখ রাজু আলী, পূর্ণেন্দু ব্যানার্জি। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে থাকার জন্য পঞ্চায়েত মন্ত্রী বিষয়টি দু-তিন দিনের মধ্যে তার দৃষ্টি আকর্ষণ করবে বলে জানান। অমিত সরকার সুজা উদ্দিন আহমেদরা ক্ষোভ প্রকাশ করে বলেন বিগত 21 তারিখ মুখ্যমন্ত্রীর নবান্ন থেকে ভি আর পি দের কিছু সুরাহার বার্তা দিলেও সেটা যথেষ্ট নয়, কর্ম নিশ্চয়তা কোন অর্ডার না থাকায় বেজায় অসন্তোষের মুখে তারা । ভি আর পি দের মূলকাজ সোশ্যাল অডিট হলেও বর্তমানে তারা ডেঙ্গু অভিযান থেকে শুরু করে ব্লক স্তরে প্রায় কুড়ি পঁচিশটা প্রকল্পে কাজ করেন।
সরকারি কর্মচারী স্বীকৃতি, ৬২ বছরের কর্ম নিশ্চয়তা ও সোশ্যাল অডিট এর দাবিতে এই নবান্ন অভিযান বলে দাবি করেন সংগঠনের সভাপতি মিজানুর রহমান। তিনি আশা করেন তাদের বিষয়টি নিয়ে মানবিক সরকার ভাববেন এবং সুরাহা করবেন।