প্রদীপ মজুমদার, নদীয়া: জমি জটে আটককে থাকা শান্তিপুর নবদ্বীপ রেল প্রকল্পের বন্ধ থাকা কাজ খতিয়ে দেখতে এলেন পূর্বরেনবদ্বীপ রেল প্রকল্পের বন্ধ থাকা কাজ খতিয়ে দেখতে এলেন পূর্বরেলের শিয়ালদহ ডিভিশনের ডি আর এম শৈলেন্দ্র প্রতাপ সিং।লের শিয়ালদহ ডিভিশনের ডি আর এম শৈলেন্দ্র প্রতাপ সিং। বুধবার শান্তিপুর নবদ্বীপ রেল প্রকল্পের বন্ধ থাকা কাজ পরিদর্শন করেন তিনি। এদিন তার সঙ্গে ছিলেন রানাঘাট কেন্দ্রের বিজেপি সংসদ সদস্য জগন্নাথ সরকার। শিয়ালদহ ডিভিশনের ডি আর এম বলেন, আমঘাটা পর্যন্ত রেলের কাজ রেডি আছে।
কিছু আগে জমি সমস্যা রয়েছে। রাজ্য সরকারের সঙ্গে কথাবার্তা চলছে। জমি পেয়ে গেলে কেন্দ্র সরকার রেল করে নেবে। কিছু লোক জমি দিতে চাইছেন না। জমি পেয়ে গেলে দু তিন বছরের মধ্যে কাজ হয়ে যাবে বলে তিনি জানান। এ প্রসঙ্গে রানাঘাট কেন্দ্রের বিজেপি সংসদ সদস্য জগন্নাথ সরকার বলেন, রেলের পক্ষ থেকে সবকিছুই হয়েছিল। কিছু বাধা এবং রাজ্য সরকারের সহযোগিতা মেলেনি। উচ্ছেদ ব্যবস্থা করতে পারিনি। আমঘাটা পর্যন্ত ব্রডগেজ লাইন এবং গঙ্গার ওপর রেল ব্রিজ হলেও রেলের কাজ বন্ধ রয়েছে। এদিন মহিশুরা গ্রামে যেখানে ভাগীরথী নদীর ওপর রেল ব্রিজ হয়েছে। সেখানেও পরিদর্শন করেন তিনি।