প্রদীপ মজুমদার, নদীয়া: কোভিড 19 রেশ কেটে গেলে ও স্কুলগুলো কেন চালু হলো না, স্কুলগুলোতে কেন শিক্ষার পরিবেশ পুনরায় ফিরিয়ে আনা সম্ভব হলো না সেই অভিযোগ সহ একাধিক দাবিতে নদিয়া ডি আই অফিসে ডেপুটেশন দিল মাধ্যমিক শিক্ষা ও শিক্ষা কর্মী সমিতি।প্রসঙ্গত করোনা আবহে দীর্ঘদিন স্কুল কলেজ গুলো সব বন্ধ। ছাত্র-ছাত্রীদের পড়াশুনো উঠেছে শিকেয়। পরীক্ষা না দিয়েও তাদেরকে গড়ে পাশ করিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। ট্রেন বাস থেকে শুরু করে রাজনৈতিক মিটিং মিছিল চলছে করোনা বিধির তোয়াক্কা না করেই। শুধুমাত্র ব্যতিক্রম স্কুল কলেজগুলোতে। এখনো স্বাভাবিক হয়নি স্কুল কলেজ গুলো।
এছাড়াও তাদের অভিযোগ অবসরপ্রাপ্ত শিক্ষকেরা রাজ্য সরকার প্রদত্ত রিভার্স পেনশন, ফাইনাল পেনশন, গ্রাচুইটি ঠিকমতন পাচ্ছেন না। প্রায় 1200 অবসরপ্রাপ্ত শিক্ষকরা রিভার্স পেনশন গ্রাচুইটি থেকে বঞ্চিত। এছাড়া রোপা 2019 অনুযায়ী টিচার্স ইনচার্জদের টিআইসি এলাউন্স দিতে হবে। কিন্তু অভিযোগ ডি আই সেটা অনুমোদন করছেন না।
সংগঠনের পক্ষ থেকে সম্পাদক গিরিজা শংকর রায় বলেন – গেস্ট টিচার দ্রুততার সঙ্গে নিয়োগ করতে হবে। সরকারি নিয়মে গেস্ট টিচার নিয়োগ করতে বললেও কোনরকম নিয়মের তোয়াক্কা না করে ডিআই গেস্ট টিচার নিয়োগ করছেন না। এছাড়া ডিআই অফিসে কাজের অগ্রগতি ফেরাতে হবে, না হলে আমাদের কাজের ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।