মোহাম্মাদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:-আজ বাঁকুড়ার বঙ্গবিদ্যালয় মাঠে বাঁকুড়া ও বিষ্ণুপুর জেলা তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনের একটি সাংগঠনিক বৈঠক করা হয় যেখানে টি এম সি সাংসদ কল্যাণ ব্যানার্জি উপস্থিত হন । তাঁকে ফুলের তোড়া দিয়ে বাঁকুড়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার সিং বরণ করে নেন । এই সভাতে যোগ দিতে বাঁকুড়া ও বিষ্ণুপুর থেকে যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিছিল করে বঙ্গবিদ্যালয় মাঠে আসেন । এই সভায় যোগ দিতে এসে কল্যাণ ব্যানার্জি বিজেপি ও তার নেতাদের তুলোধোনা করেন । তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেন যে অমিত মালব্য একজন বহিরাগত । তিনি অমিত মালব্যকে অশিক্ষিত অপর্দাথ বলে আখ্যা দেন । তিনি বলেন যে অমিত মালব্য অপসংস্কৃতির ধারক । তিনি দিলীপ ঘোষেরও তীব্র সমালোচনা করেন । তিনি বলেন যারা বলছে যে রামনাম শুনলে মমতা ব্যানার্জি রেগে যাচ্ছেন কারণ তাঁর শেষ সময় চলে এসেছে । এর উত্তরে তিনি বলেন যে শেষ সময় কার এসেছে সেটি অচিরেই জানা যাবে । তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি র তীব্র সমালোচনা করেন যে তাঁর উপস্থিতিতে একজন মুখ্যমন্ত্রীকে অপমান করা হল কিন্তু তিনি নীরব রইলেন । কল্যাণ ব্যানার্জি বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্ররোচনাতেই শনিবার নেতাজীর জন্মদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অপমান করা হয় । তিনি বলেন যে এর জন্য প্রধানমন্ত্রীর লজ্জা হওয়া উচিত । তিনি স্পষ্ট ভাষায় বলেন যে তাঁর বিষয়ে কে কি বলল তা নিয়ে তিনি কোনো চিন্তা করেন না । তিনি জানান যে নরেন্দ্র মোদি গতকাল চুপটি করে থেকে দেশকে লজ্জিত করেছেন সাংসদ কল্যাণ ব্যানার্জি রাজ্য সরকারের খতিয়ান পেশ করে বিগত দশ বছরের কাজের রিপোর্ট কার্ড পেশ করেন । তিনি দাবি করেন যে মমতা ব্যানার্জি গত দশ বছরে যে কাজ করেছেন তা এই গোটা দেশে কোনো সরকার করতে পারে নি । তিনি বলেন যে মমতা ব্যানার্জি র দুয়ারে সরকার কর্মসূচি এক ঐতিহাসিক কর্মসূচি যা এই ভারতে বেনজির । তিনি বলেন যে স্বাস্থ্য সাথী কার্ডের ফলে এই রাজ্যের মানুষেররা পাঁচ লাখ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ পাবেন । রবিবারের এই সভাতে বাঁকুড়া জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল সাঁতরা জেলা পরিষদের মেন্টর অরূপ চক্রবর্তী বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু বাঁকুড়া বিধানসভার বিধায়িকা শম্পা দরিপা ওন্দা বিধানসভার বিধায়ক অরুপ খাঁ রানিবাঁধ বিধানসভার বিধায়িকা জ্যোৎস্না মান্ডি বাঁকুড়া কো-অর্ডিনেটর সুব্রত দরিপা বাঁকুড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাজকুমার সিংহ বিষ্ণুপুর সাংগঠনিক সভানেত্রী অর্চিতা বিদ বাঁকুড়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌ সেনগুপ্ত বাঁকুড়া পৌরসভার প্রশাসক অলকা সেনমজুমদার প্রশাসক মন্ডলীর সদস্য দিলীপ আগরওয়াল ও গৌতম দাস সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।