মোহাম্মাদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:-এম আই এফ এবং ফুরফুরা শরীফের উদ্যোগে আজ মুসলিম অধ্যুষিত পুনিশোল গ্রামে এক গুচ্ছ প্রকল্পের শিলান্যাস হলো । প্রায় 30 বিঘা এলাকা নিয়ে তৈরি হবে মাতৃ সদন, স্কুল, ট্রেনিং কলেজ বালিকা মাদ্রাসা হসপিটাল অনাথ আশ্রম লাইব্রেরী এবং জামে মসজিদ । মুসলিম অধ্যুষিত এলাকা শিক্ষার হার অনেকটাই কম তাই শিক্ষাব্যবস্থাকে আধুনিকীকরণ করে গড়ে উঠবে বিদ্যালয় । এখানকার ছেলেমেয়েদের ভবিষ্যত গড়ে তুলতে ট্রেনিং স্কুল করা হবে । এইগ্রামে প্রচুর মানুষের বসবাস 26 টি বুথ এত মানুষের বাস সেক্ষেত্রে কর্মসংস্থান শিক্ষার হার এবং চিকিৎসা পরিকাঠামো কথা মাথায় রেখেই এম আই এফ মোজাদ্দেদিয়া ইত্তেহাদীয়া ফাউন্ডেশন এর এই উদ্যোগ । এটা কোন রাজনৈতিক দল কিনা সে প্রশ্ন করা হলে মাওলানা পীর সাহেব বলেন এটা কোনো রাজনৈতিক দল নয় তিনি সাফ জানিয়ে দেন আমরা ভোটের প্রচারে নামিনা আর গদি দখলের লোভ নেই আমরা মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করতে চাই।