বাপ্পা রায়, পুরুলিয়া, ১৯ জানুয়ারি :- বিজেপি মাওবাদীদের থেকেও ভয়ঙ্কর পুরুলিয়ায় এসে এভাবেই কেন্দ্রের শাসক দলকে সরাসরি আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার পুরুলিয়ার হুটমুড়া হাইস্কুল ফুটবল ময়দানের জনসভা থেকে বিজেপিকে এভাবেই আক্রমণ করেছেন তিনি।
পুরুলিয়া জঙ্গলমহলের অংশ, বাম জমানায় এখানে মাওবাদী দাপট দেখা গিয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর জঙ্গলমহলে মাওবাদীদের আত্মসমর্পণ করতে দেখা গিয়েছে ৷ রাজ্য সরকার আত্মসমর্পণকারী মাওবাদীদের চাকরির ব্যবস্থাও করেছে, এদিন সভা থেকে সেই কথাও উঠে এসেছে মুখ্যমন্ত্রীর কথায়৷ মাওবাদীদের কীভাবে তাঁর সরকার মূলস্রোতে ফিরিয়ে এনেছে, তা জানিয়েই বিজেপিকে আক্রমণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়৷ তখনই তিনি দাবি করেছেন, ‘‘মাওবাদীদের থেকে বিজেপি আরও ভয়ঙ্কর ৷’’
তিনি প্রশ্ন তোলেন, পুরুলিয়ার বিভিন্ন এলাকায় যখন রক্ত ঝরছিল, তখন বিজেপি কোথায় ছিল ?
২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি পুরুলিয়া থেকে জয় পায়৷ এদিন সেই প্রসঙ্গও উঠে এসেছে মমতার কথায় ৷ তাঁর দাবি, বিজেপি মানুষকে ভুল বুঝিয়ে ভোট নিয়েছে ৷ তার পর চলে গিয়েছে দিল্লিতে ৷
তিনি বলেন “বিজেপি ভোটের আগে মন্ডা-মিঠাই আর ভোট ফুরালেই কাচকলা খাওয়ায়।”
একই সঙ্গে তিনি অভিযোগ করেন যে বিজেপি বিরসা মুন্ডাকে চেনে না৷ বিরসা মুন্ডার বদলে অন্য মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে গিয়েছে ৷ এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে তাঁর কটাক্ষ, ‘‘উনিই বিরসা মুন্ডা ৷’’
এদিন হুটমুড়ার জনসভায় হাজার হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।