মোহাম্মাদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:-বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বানে চেয়ারপার্সন এবং জেলা বিদ্যালয় পরিদর্শককে একটি স্মারকলিপি প্রদান করা হয় । শিক্ষা ও শিক্ষক স্বার্থ বিরোধী নীতির বিরোধিতা করে এই স্মারকলিপি দেওয়া হয় । এই স্মারকলিপির মাধ্যমে তাঁরা শিক্ষা নীতির পরিবর্তনের দাবি করেন । এই বিষয়ে সমরেন্দ্র মণ্ডল নামে সংগঠনের এক আধিকারিক জানান যে তাঁদের দাবি হল যেন অবিলম্বে সমস্ত স্কুল খোলা হয় । তিনি বলেন যে সমস্ত পরিবহণ ব্যবস্থা চালু করা হয়েছে কল কারখানা বাজার সব খোলা বন্ধ শুধু স্কুল । তিনি দাবি জানান যে স্কুল খুলতে হবে স্কুলে শিক্ষক নিয়োগ করতে হবে ও দেড়শ কিলোমিটারের মধ্যে যে শিক্ষকরা আছেন তাঁদিগে বদলির সুযোগ করে দিতে হবে । অন্যদিকে এই সংগঠনের আরও এক পদাধিকারী সদানন্দ মণ্ডল বলেন যে তাঁরা দিল্লিতে বিক্ষোভরত কৃষকদের সাথে সহমর্মিতা পোষণ করেন এরই সাথে তিনিও রাজ্যে সমস্ত স্কুল ও কলেজ খোলার দাবি জানান তিনি বলেন যে যেখানে রাজনৈতিক সভা সমিতি হচ্ছে যাতায়াত ব্যবস্থা খুলে দেওয়া হয়েছে অন্য সবকিছুই আগের মতো চলছে সেখানে স্কুল কেন বন্ধ থাকবে । তিনি অবিলম্বে সমস্ত স্কুল কলেজ খোলার দাবি জানান । তিনি বলেন যে যদি তাঁদের দাবি মান্য না করা হয় তাহলে তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন।