মোহাম্মাদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:-যেমন যেমন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিন ক্ষণ এগিয়ে আসছে এই রাজ্যে রাজনৈতিক দলগুলি তাদের সর্বশক্তি দিয়ে নির্বাচনের প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়েছে । এরই অঙ্গস্বরুপ আজ ছাতনা মন্ডল ২ এর যুব সভাপতি কৌশিক রক্ষিতের নেতৃত্বে চারটি অঞ্চলের দিয়ে প্রায় ২৫০ টি বাইক নিয়ে এক বিরাট বাইক মিছিলের আয়োজন করা হয়। যেখানে এই অঞ্চলের যুব বি জে পি কর্মীরা উপস্থিত ছিলেন । এই বিষয়ে কৌশিক রক্ষিত জানান যে তাঁরা এই মিছিলের মাধ্যমে তাঁরা টি এম সিকে বার্তা দিতে চান যে সন্ত্রাস করে বি জে পিকে আটকানো যাবে না।