নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ মকর সংক্রান্তির পূন্যতিথিতে তৃনমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য অশোক রুদ্রের নেতৃত্বে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃত্বরা আজ তৃনমুল কংগ্রেসের মহাসচিব পার্থ চ্যাটার্জীর বাড়ীতে সাক্ষাৎ করেন৷ শিক্ষক নেতৃত্বদের মূলদলে গুরুত্বহীন করে রাখার প্রতিবাদে ও আাসানসোল পৌরসভার প্রশাসক থেকে রাজ্যস্তরের যুবমুখ অশোক রুদ্রের অপসারণের পর দলহীন প্রায় পাঁচহাজার শিক্ষক শিক্ষিকাদের মিছিল হয় আসানসোলে। এই মিছিলে অধ্যাপক ও মাধ্যমিক এবং প্রাথমিক স্তরের শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি দলকে ভাবতে বাধ্য করায় সংগঠনে গুরুত্বহীন করে রাখা শিক্ষক সংগঠনের ব্যাপারে। রাজ্যজুড়ে শিক্ষক নেতৃত্বেরা ক্ষোভ উগরে দেন সোস্যাল মিডিয়ায়, বিভিন্ন সংবাদমাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের ক্ষোভ খবরের শিরোনামে উঠে আসে।রাজ্যজুড়ে এই ক্ষোভের আঁচ পেয়ে দল জরুরি ভিত্তিতে তলব করে কোর কমিটির সদস্য অশোক রুদ্রকে। জরুরী ভিত্তিতে আয়োজিত এই বৈঠককে অশোক রুদ্র সৌজন্য সাক্ষাৎ বললেও রাজীব ব্যানার্জী, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক কলিমূল হক প্রমুখেরা তাদের দাবিদাওয়া তুলে ধরেছেন বলে খবর। অন্যদিকে আসানসোল নগরনিগমে অশোক রুদ্রের অপসারণের বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ কোনোপক্ষই।