মোহাম্মাদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:-পশ্চিমবঙ্গ মানে মেলা ও উৎসবের রাজ্য । এই রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা শিল্পী আছেন যাঁদের তাক লাগানো শিল্পকলা আমরা মেলা ইত্যাদি সময়েই দেখি । এমনিই এক মেলা হল জয়পুর উৎসব । শুক্রবার এই উৎসবের বিষয়ে জানতে বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল সাঁতরা জয়পুর ব্লক অফিসে একটি সাংবাদিক সম্মেলন করেন । তিনি বলেন যে এই মেলাকে ঘিরে এক অনবদ্য পরিবেশ সৃষ্টি হবে । এই মেলার পাশাপাশি এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে । তিনি জানান যে ভাদু টুসু সহ আরও বহু প্রাচীন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসবের শুভ সূচনা করা হবে । শ্যামল সাঁতরা বলেন যে এরই পাশাপাশি বাঁকুড়া হস্তশিল্পের স্টল থাকবে সাথে সাথেই বিভিন্ন সরকারি দপ্তরের স্টল থাকবে । এরই সাথে তিনি এই উৎসবের দিনগুলিতে কে কবে সাংস্কৃতিক অনুষ্ঠান পেশ করবেন সেই বিষয়েও জানান।