মোহাম্মাদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:-বাঁকুড়া জেলার ওন্দা অঞ্চলের নতুনগ্রাম এলাকায় সমস্ত নিয়ম কানুন মেনে মুর্গী চাষ করা হয় ।এই চাষের সাথে স্থানীয় মানুষেরা যুক্ত আছেন । এখানে মুর্গী চাষ করার সমস্ত নিয়ম মান্য করা হয যাতে এই পোল্টি ফার্মের মুর্গীর গুণগত মানে কোনো ঘাটতি না আসে নিযমিত ওষুধ দেওয়া হয় ও পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও নজর দেওয়া হয় । এই বিষয়ে এই পোল্টি ফার্মের কর্মী বিবেকানন্দ কুণ্ডু জানান যে এই ফার্মের মুরগীদের যাতে বার্ড ফ্লুতে কোনো ক্ষতি না হয় তারজন্য সমস্ত রকমের সাবধানতা অবলম্বন করা হয় । তিনি জানান যে এই ফার্মে প্রতিদিন দুবেলা জীবাণু নাশক স্প্রে ছড়ানো হয় । তিনি দাবি করেন যে এই ফার্মে মুর্গীরা এই সংক্রমণে আক্রান্ত হয় নি । তিনি বলেন যে ফার্মের ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হয় না । যদি কাউকে ঢুকতেই হয় তাহলে তাকে স্প্রে করে জীবাণু রহিত করা হয় ও ছয় দিন পরে পরে টীকা করণ করা হয়।