হীরক মুখোপাধ্যায় (৫ জানুয়ারী ‘২১):- ভারতীয় সেনাবাহিনীকে আরো ভালো ব্যাঙ্কিং পরিষেবা দিতে ‘ভারতীয় সেনাবাহিনী’-র সাথে মউ চুক্তিবদ্ধ হলো ‘বন্ধন ব্যাঙ্ক’।
আজ সকালে নয়াদিল্লীতে আয়োজিত এক অনুষ্ঠানে ‘ভারতীয় সেনাবাহিনী’-র লেঃ জেনারেল হর্ষ গুপ্তা (অতি বিশিষ্ট সেবা মেডেল, যুদ্ধ সেবা মেডেল, বিশিষ্ট সেবা মেডেল)-র উপস্থিতিতে মউ চুক্তি স্বাক্ষর করেন ‘ভারতীয় সেনাবাহিনী’-র তরফে লেঃ জেনারেল রবীন খোসলা (অতি বিশিষ্ট সেবা মেডেল, সেবা মেডেল, বিশিষ্ট সেবা মেডেল) ডিজি (এমপি ও পিএস) এবং ‘বন্ধন ব্যাঙ্ক’-এর প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপক নির্দেশক ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক চন্দ্রশেখর ঘোষ।
‘ভারতীয় সেনাবাহিনী’ ও ‘বন্ধন ব্যাঙ্ক’-এর মধ্যে আজ এক মউ চুক্তি সাক্ষরের পর লাভবান হলেন সেনাবাহিনীর কর্মীবৃন্দ।
মউ চুক্তির পরে ‘বন্ধন ব্যাঙ্ক’-এর তরফ থেকে চালু করা হলো ‘শৌর্য্য স্যালারি অ্যাকাউন্ট’ সহ অন্যান্য বিশেষ পরিষেবা।
মউ চুক্তি অনুযায়ী ‘ভারতীয় সেনাবাহিনী’-র বীরেরা বিশেষ সুবিধাযুক্ত বন্ধন ব্যাঙ্ক-এর ‘শৌর্য্য স্যালারি অ্যাকাউন্ট’-এর মালিক হবেন।
‘শৌর্য্য স্যালারি অ্যাকাউন্ট’-এর পরিষেবা ‘ভারতীয় সেনাবাহিনী’-র কর্মরত সেনানীদের ব্যাঙ্কের শাখাগুলোর নেটওয়ার্কের মাধ্যমে দেওয়া হবে।
এই অ্যাকাউন্টে জিরো ব্যালান্সের সুবিধা, ১ লক্ষ টাকার বেশি ব্যালান্সে বাৎসরিক ৬ শতাংশ সুদ, যে কোন ব্যাঙ্কের এটিএম থেকে যতবার প্রয়োজন মাশুলহীন লেনদেনের সুবিধা, শৌর্য্য ভিসা প্ল্যাটিনাম ডেবিট কার্ড ইস্যু এবং বার্ষিক চার্জ মকুব, আর ঊর্ধসীমাহীন এনইএফটি/আরটিজিএস/আইএমপিএস/ডিডি লেনদেন মাশুল ছাড়াই করা সহ একগুচ্ছ সুবিধা পাওয়া যাবে।
এই বিশেষ অ্যাকাউন্টের সাথে যুক্ত আছে ৩০ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত দুর্ঘটনা বিমা, ১ কোটি টাকা পর্যন্ত বিমান দুর্ঘটনা বিমা এবং অ্যাকাউন্টের মালিকের আকস্মিক মৃত্যু হলে তাঁর উপর নির্ভরশীল শিশুর জন্য ৪ বছর পর্যন্ত বছরে ১ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুবিধা।
মউ চুক্তি স্বাক্ষর করার পর ‘ভারতীয় সেনাবাহিনী’-র তরফে লেফটেন্যান্ট জেনারেল রবীন খোসলা বলেন, “বন্ধন ব্যাঙ্ক-এর সাথে চুক্তির ফলে লাভবান হবেন জওয়ানরা।”
অন্যদিকে ‘বন্ধন ব্যাঙ্ক’-এর পক্ষ থেকে ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপক নির্দেশক ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক চন্দ্রশেখর ঘোষ জানান, “আজ আমরা একদিকে যেমন সম্মানিত তেমনই নবীন ব্যাঙ্ক রূপে গর্বিত। আমাদের সকল কর্মীরা দক্ষতার সাথেই কর্তব্য পালন করবেন।”