মোহাম্মাদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:-পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এই রাজ্যের সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা মানুষের দুয়ারে পৌঁছে দিতে দুয়ারে সরকার কর্মসূচি গ্রহণ করা হয়েছে । এরই অঙ্গস্বরুপ মঙ্গলবার বাঁকুড়া পৌরসভার ১২ নাম্বার ওয়ার্ডের বঙ্গ বিদ্যালয়ে এই কর্মসূচি পালন করা হয় যেখানে এই এলাকার মানুষকে কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্য সাথী কার্ডের মতো বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান করা হয় । এই বিষয়ে 12 নাম্বার ওয়ার্ডের সভাপতি জিতেন দাস জানান যে এই ওয়ার্ডে এই দুয়ারে সরকার কর্মসূচির তৃতীয় পর্যায় । চতুর্থ পর্বের দুয়ারে সরকার কর্মসূচি এই ওয়ার্ডে ২৩শে জানুয়ারি বঙ্গবিদ্যালয়েই হবে । এই ভাবে ভাগ ভাগ করে এই কর্মসূচি করার উদ্দেশ্যে হল যাতে কেউ মমতা ব্যানার্জির এই জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না থাকেন । তিনি সকলকেই ২৩শে জানুয়ারির শেষ দফার দুয়ারে সরকার কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করের যাতে একশ শতাংশ মানুষের কাছে মমতা ব্যানার্জির সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পৌঁছে যায়।