মোহাম্মাদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:-নিজের ১১ দফা দাবির পক্ষে বাঁকুড়ার মাচানতলা এলাকায় অশ্বিনী কুমার সিং নামে এক ব্যক্তি বিগত পাঁচ দিন ধরে আমরণ অনশনে বসেছেন । তাঁর দাবি যে সরকার তাঁর 11 টি দাবি মেনে কাজ করবে সেই রাজ্যের উন্নয়ন নিশ্চিত । তিনি বলেন যে যে রাজ্যে জমি সংক্রান্ত পুরনো আইন সংশোধন হয় না সেই প্রদেশে কখনও উন্নয়ন আসতে পারে না । তাই তিনি জমি সংক্রান্ত আইনে বদল আনার দাবি জানান । তিনি জানান যে তিনি কোনো রাজনৈতিক কথা বলছেন না কিন্তু তাঁর ইচ্ছা যেন সকল নাগরিক একটি ন্যুনতম আর্থিক রাশি পায় যাতে সকলের উন্নয়ন সুনিশ্চিত করা যায় ।