মোহাম্মাদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:-স্বামী বিবেকানন্দর ১৫৯তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার বাঁকুড়ার বিভিন্ন অঞ্চলে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় । এরই অঙ্গস্বরুপ বাঁকুড়া লালবাজার মোড়েও এক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে বাঁকুড়া জেলা পরিষদের মেন্টর অরূপ চক্রবর্তী বাঁকুড়া বিধানসভার বিধায়িকা শম্পা দরিপা বাঁকুড়া কো-অর্ডিনেটর সুব্রত দরিপা বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শিবাজী ব্যানার্জি বাঁকুড়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌ সেনগুপ্ত পৌরসভার প্রশাসক মন্ডলের সদস্য দিলীপ আগরওয়াল ও গৌতম দাস সহ অন্যান্য নেতৃবৃন্দরা স্বামীজীর মূর্তিতে মাল্যদান করেন । তার আগে মাচানতলা থেকে লালবাজার মোড় পর্যন্ত একটি মিছিল বের করা হয় । এই কর্মসূচির বিষয়ে বাঁকুড়া জেলা পরিষদের মেন্টর অরূপ চক্রবর্তী জানান যে আজ স্বামীজির জন্মদিন উপলক্ষে বাঁকুড়া যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল বের করা হয় । তিনি চান যেন এই এলাকার যুব সমাজ স্বামীজির আদর্শ মতো তাঁদের জীবন অতিবাহিত করেন । তিনি বলেন যে সকলকে স্বামী বিবেকানন্দর যত মত তত পথ এই ভাবধারাকে সামনে রেখে এগিয়ে চলা উচিত । তিনি বলেন যে আজকের অনুষ্ঠান নিয়ে বাঁকুড়ার যুব সমাজ উৎফুল্ল । অন্যদিকে বাঁকুড়া শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব দে বলেন যে আজ ভারতের বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর জন্মদিন উপলক্ষে মাচানতলা থেকে লালবাজার মোড় পর্যন্ত বাঁকুড়া যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় । তিনি বলেন যে স্বামী বিবেকানন্দ সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে কথা বলেন কিন্তু আজ একটি রাজনৈতিক দল মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাইছে । রাজীব দে সকল যুব সমাজের কাছে অনুরোধ করেন যে যেন তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য সচেষ্ট হন তা নাহলে আমাদের সমাজ ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে যাবে । তিনি বলেন যে এই সম্প্রীতিকে রক্ষা করার জন্য তাঁরা যে আন্দোলন শুরু করেছেন সেই আন্দোলনকে স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে জোরদার করতে হবে ।