মোহাম্মাদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:-স্বামী বিবেকানন্দর ১৫৯তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার বাঁকুড়ার দেশবন্ধু ব্যায়ামাগারে একটি রক্তদান শিবিরের আয়োজন করা । প্রয়াত প্রাক্তন পৌরপ্রধান দেবপ্রসাদ কুণ্ডু ও শান্তি সিং এর স্মৃতিতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় যেখানে এই অঞ্চলের মানুষেরা স্বেচ্ছায় রক্তদান করেন । পশ্চিমবঙ্গ বাউরি কালচারাল বোর্ডের চেয়ারম্যান দেবদাস দাসের ব্যাবস্থাপনাতে এই শিবিরের আয়োজন করা হয় । এই বিষয়ে এক আয়োজক জানান যে আজ স্বামীজির জন্মদিন উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় যেখানে এই অঞ্চলের মানুষেরা স্বেচ্ছায রক্তদান করেন । তিনি বলেন যে যেহেতু আজ স্বামীজির ১৫৯তম তাই ১৫৯ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়।