প্রদীপ মজুমদার, নদীয়াঃ বিজেপি কি পাগলের প্রলাপ বোকছে ,এসব নিয়ে আমাদের মাথা ব্যাথা নেই,, এবারের বিধানসভায় আমরা আরও বেশিসংখ্যক আসন নিয়ে জয়ী হবো, শুক্রবার নদীয়া জেলার কৃষ্ণনগরে একটি সাংগঠনিক সভায় উপস্থিত হয়ে একথা বলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন নদীয়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে নদিয়া কৃষ্ণনগরে রবীন্দ্রভবনে একটি সাংগঠনিক সভার আয়োজন করা হয়।আগামী বিধানসভা নির্বাচনে মহিলারা মূলত কিভাবে সংগঠন টাকে এগিয়ে নিয়ে যাবে সে বিষয়ে আলোচনা করা হয় এই দলীয় বৈঠকের মধ্য দিয়ে। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম মহিলা নেত্রী এবং রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আম্ফান দুর্নীতির তদন্ত নিয়ে তিনি বলেন গণতান্ত্রিক দেশে অধিকার আছে তদন্ত করার, যার যেমন ভাবে খুশি তদন্ত করতে পারে। তিনি বলেন একুশে নির্বাচনে শুধুমাত্র মহিলারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে তৃতীয়বারের জন্য সরকারের নিয়ে আসবে। বিজেপি পাগলের প্রলাপ বকছে, তানিয়া আমাদের কোন মাথা ব্যাথা নেই,বাংলার মানুষ মমতা ব্যানার্জির ওপর আস্থা রেখেছে এবং আগামী দিনেও রাখবে। 2011 সালে আমরা 187 জন বিধায়ক নিয়ে জয়লাভ করেছি,তারপর যখন 2016 নির্বাচন হল একসাথে মিলেমিশে এমন একটি ভাব করলো যেন মনে হল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকবে না, তারপরেও আমরা 211 জন বিধায়ক নিয়ে সরকারে এলাম।2021 এ নির্বাচনে আমরা দায়িত্ব নিয়ে বলতে চাই 2016 থেকেও বেশি সংখ্যক আসন নিয়ে আমরা সরকারে থাকবো।