16, Jan-2021 || 05:43 pm
Home জেলা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সভা পুরুলিয়ার ঝালদায়

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সভা পুরুলিয়ার ঝালদায়

বাপ্পা রায়, পুরুলিয়া, ৬ জানুয়ারি:- ২০২১ এর বিধানসভা নির্বাচন কে সামনে রেখে পুরুলিয়ার বাঘমুন্ডি বিধানসভার ঝালদায় এক পদযাত্র ও সভা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
বুধবার ঝালদা প্রতিবাদ সভা মঞ্চে তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারের কঠোর সমলোচনা করেন বিজেপি সাংসদ ও রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তৃণমূল কংগ্রেসের মন্ত্রী নেতাদের দল ত্যাগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “যত অপরাধী নেতা রয়েছেন তাঁদের বাড়িতে সিবিআই তদন্ত হচ্ছে। সিবিআই ধাওয়া করছে ও বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন অপরাধীরা। পার্টি ছেড়ে পালিয়ে যাচ্ছেন অনেকে। ভদ্র লোকেরা এই অপরাধীদের পার্টিতে থাকতে চাইছেন না তাঁরা। তাই, সকাল বিকেলে কেও না কেও দল ছাড়ছেন।
সভায় আত্মবিশ্বাসের সঙ্গে বিজেপি রাজ্য সভাপতি বলেন, “করোনা কবে যাবে জানি না। তবে, তৃণমূল দল কবে যাবে সেটা আমি বলে দিতে পারি । আগামী মে মাসের পর  টিএমসি বলে কোনো পার্টি থাকবে না।” দিলীপ ঘোষ  হুঁশিয়ারি দিয়ে বলেন, “করোনা ভাইরাসকে শেষ করব, টিএমসিকেও শেষ করবো।”
এদিন ঝালদার মেরী আফকার ময়দান থেকে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিয়ে রোড শো করে বিজেপি। সেই রোড শোতে একটা তিল ফেলারও জায়গা ছিলো না। প্রায় দেড় কিলোমিটার গিয়ে স্থানীয় হাট তলা ময়দানে শেষ হয়। সেখানেই প্রতিবাদ সভা করে পুরুলিয়া জেলা বিজেপি। উপস্থিত রাজ্য সভাপতি ছাড়াও পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, জেলা বিজেপির সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী সহ বিশিষ্ট নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক নেতৃত্বদের নিয়ে তৃনমুল কংগ্রেসের মহাসচিব পার্থ চ্যাটার্জীর সাথে সাক্ষাৎ অশোক রুদ্রের

নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ মকর সংক্রান্তির পূন্যতিথিতে তৃনমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য অশোক রুদ্রের নেতৃত্বে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃত্বরা আজ তৃনমুল কংগ্রেসের...

মকরসংক্রান্তি আরো একবার মনে করিয়ে দেয় ভারতবর্ষে বৈচিত্র্যের মাঝে ঐক‍্যের কথাটি

অর্পিতা সিনহা,বাঁকুড়া (১৪জানুয়ারী,২০২১): পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি শুধুমাত্র বাঙালি সংস্কৃতিতে নয় গোটা ভারতবর্ষে ভিন্ন ভিন্ন নামে এই উৎসব উদযাপিত করা হয়।...

পশ্চিমবঙ্গ মানে মেলা ও উৎসবের রাজ্য

মোহাম্মাদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:-পশ্চিমবঙ্গ মানে মেলা ও উৎসবের রাজ্য । এই রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা শিল্পী আছেন যাঁদের তাক লাগানো শিল্পকলা আমরা...

সমস্ত নিয়ম কানুন মেনে মুর্গী চাষ

মোহাম্মাদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:-বাঁকুড়া জেলার ওন্দা অঞ্চলের নতুনগ্রাম এলাকায় সমস্ত নিয়ম কানুন মেনে মুর্গী চাষ করা হয় ।এই চাষের সাথে স্থানীয় মানুষেরা...