বাপ্পা রায়, পুরুলিয়া, ৬ জানুয়ারি :- জঙ্গলমহলে রাজ্যের তৃণমূল সরকার বিজেপি সাংসদদের কোন কাজ করতে দিচ্ছে না। আর মাত্র চার মাস পর যাবতীয় উন্নয়নের কাজ শুরু হবে। বুধবার সকালে পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে চায়ে পে চর্চায় এমনই কথা বলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
তিনি বলেন চারমাস পর বর্তমান রাজ্য সরকার সরে যাবে। তখন তারা কাজ করতে পারবেন বলে দাবী করেন দিলীপবাবু। একই সাথে তৃণমূলের কড়া সমালোচনা করে তিনি বলেন জঙ্গলমহল থেকে তৃণমূল মুছে যাবে। এই দলের দুর্নীতি গ্রস্ত নেতাদের জনগন কাটমানি খাবার জন্য বেঁধে রাখবে বলেও দাবী করেন তিনি। উত্তরবঙ্গে এক তৃণমূল নেতার সাংবাদিককে হেনস্থা করার প্রসঙ্গে তিনি বলেন হতাশার বহিঃপ্রকাশ এটি। তৃণমূল যত হতাশ হচ্ছে তত এই ধরনের ঘটনা বাড়ছে। এদিন চায়ে পে চর্চায় দিলীপ ঘোষের সঙ্গে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সহ জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন।