নিজস্ব প্রতিনিধি, কোলকাতাঃ উত্তর দমদম পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের দুর্গানগরে সৌরভ গাঙ্গুলীর মঙ্গলকামনায় যজ্ঞের আয়োজন করল সৌরভ ফ্যান্স ক্লাব। আজ সৌরভ গাঙ্গুলির আরোগ্য কামনায় যজ্ঞ আয়োজন করেন সৌরভ অনুগামীরা। দুর্গানগর শ্রীনগরে ব্রিজের নীচে সৌরভ অনুগামীরা হোম যজ্ঞের আয়োজন করেন। খুদে মহিলা পুরুষ একত্রে এই যজ্ঞে অংশ নেন। সৌরভের ছবি হাতে তার অনুগামীরা পুজো করেন সৌরভের দ্রুত আরোগ্য কামনায়।