বাপ্পা রায়, পুরুলিয়া, ২৬ ডিসেম্বর:- শনিবার পুরুলিয়া জেলার বাঘমুন্ডি বিধানসভার ইলু-জারগো অঞ্চলের জারগোতে অনুষ্ঠিত হলো ভারতীয় জনতা পার্টির যোগদান সভা। এদিন ওই অঞ্চল থেকে তৃণমূলের ১৮২টি পরিবার ও কংগ্রেস থেকে ৭০টি পরিবার মোট ২৫২টি পরিবারের ৮১৩ জন সমর্থনে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন বলে বিজেপির দাবি।
এদিন এই যোগদান সভায় পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ও জেলা বিজেপির সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীর হাত ধরে ওই অঞ্চলের তৃণমূল ও কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। যোগদান সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ তথা ওবিসি মোর্চার রাজ্য সহ সভাপতি নরহরি মাহাতো, পুরুলিয়া জেলা সহ সভাপতি রবিন সিং দেও, জেলা সাধারণ সম্পাদক শঙ্কর মাহাতো, যুব মোর্চার জেলা সহ সভাপতি রাকেশ মাহাতো, যুব মোর্চার জেলা সাধারণ সম্পাদক রুহিদাস মাহাতো, ওবিসি মোর্চার জেলা সভাপতি সঞ্জীব কুমার সহ অন্যান্যরা।
এদিন যোগদান সভামঞ্চ থেকে সাংসদ, জেলা সভাপতি ও নরহরি মাহাতো বলেন, জেলার তৃণমূল, কংগ্রেস বা অন্যান্য দল মানুষকে ভুল বুঝিয়ে ভোট লুট করার চেষ্টা করেন। এছাড়াও রাজ্যের বিভিন্ন দুর্নীতির কথা মানুষকে শোনান তাঁরা। একুশের নির্বাচনকে জয়ী করার জন্য সকলকে একসাথে কাজ করার পরামর্শ দেন।