25, Jun-2022 || 10:02 pm
Home দেশ নিষ্পন্দ-র লোকার্পণ করলেন কেন্দ্রীয় সরকারের আয়ূশ বিভাগের রাষ্ট্রমন্ত্রী

নিষ্পন্দ-র লোকার্পণ করলেন কেন্দ্রীয় সরকারের আয়ূশ বিভাগের রাষ্ট্রমন্ত্রী

হীরক মুখোপাধ্যায় (২৬ ডিসেম্বর ‘২০):- গতকাল এক ভার্চুয়াল সভার মাধ্যমে ধ্যান সংক্রান্ত এপ ‘নিষ্পন্দ’-র লোকার্পণ করলেন কেন্দ্রীয় সরকারের আয়ূশ বিভাগের রাষ্ট্রমন্ত্রী শ্রীপদ ইয়েশ্শো নায়েক। সূচনা অনুযায়ী এই এপ এনড্রয়েড, আইওএস এবং ইন্টারনেট-এ উপলব্ধ হবে।

‘দ্য যোগা ইন্সটিটিউট’-এর ১০২ বৎসর সমাপন সমারোহে ভার্চুয়ালি যোগদান করে কেন্দ্রীয় সরকারের আয়ূশ বিভাগের রাষ্ট্রমন্ত্রী ধ্যান সংক্রান্ত এপ ‘নিষ্পন্দ’-র লোকার্পণ করেন।
শ্রী নায়েক তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে জানান, “অতিমারীর সময় দেশের সাধারণ মানুষও নিজের এবং পরিবারের জীবনের সুরক্ষা প্রশ্নে বেশি করে যোগ সম্পর্কে জানতে, পড়তে ও ব্যবহারিক প্রয়োগ করতে শুরু করেছে যা যথেষ্ট ইতিবাচক।”

প্রসঙ্গতঃ বলে রাখা ভালো, ১৯১৮ সালের ২৫ ডিসেম্বর যোগেন্দ্র-র হাত ধরে শুরু হয়েছিল ‘দ্য যোগা ইন্সটিটিউট’, বর্তমানে বিদেশেও এর বেশ কিছু শাখা আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

সাইকো থ্রিলার কলিং বেল-এর পোস্টার ও টিজার প্রকাশ

ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা : বাড়ির দরজায় থাকা বেল সবসময় যে আনন্দের খবর নিয়ে আসে তা কিন্তু নয়। অনেক...

সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত

মনোজ কুমার মালিক,ভাতাড় :পূব বর্ধমান জেলার ভাতাড় থানার বনপাশ অঞ্চলের মোহনপুর গ্রামের বাসিন্দা স্বর্গীয় জীবন সেনের একটি জমি দীর্ঘদিন ধরে জবরদখল করে...

জিআরএসই-র শিপবিল্ডিং বিভাগের নির্দেশকের দায়িত্বে এলেন কম্যাণ্ডার শান্তনু বোস

হীরক মুখোপাধ্যায় (৮ জুন '২২):- আজ থেকে 'গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যাণ্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড' (জিআরএসই)-এর শিপবিল্ডিং বিভাগের নির্দেশক-এর দায়িত্বে এলেন কম্যাণ্ডার শান্তনু বোস।

গ্যাস উৎপাদনের ক্ষেত্রে ০.৮ মিলিয়ন স্ট্যাণ্ডার্ড কিউবিক মিটারের গণ্ডি পার করল ইওজিইপিএল

হীরক মুখোপাধ্যায় (৭ জুন, ২২):- গ্যাস উৎপাদনের ক্ষেত্রে ০.৮ মিলিয়ন স্ট্যাণ্ডার্ড কিউবিক মিটারের গণ্ডি পার করল 'এসার অয়েল অ্যাণ্ড গ্যাস এক্সপ্লোরেশন অ্যাণ্ড...