হীরক মুখোপাধ্যায় (২৬ ডিসেম্বর ‘২০):- গতকাল এক ভার্চুয়াল সভার মাধ্যমে ধ্যান সংক্রান্ত এপ ‘নিষ্পন্দ’-র লোকার্পণ করলেন কেন্দ্রীয় সরকারের আয়ূশ বিভাগের রাষ্ট্রমন্ত্রী শ্রীপদ ইয়েশ্শো নায়েক। সূচনা অনুযায়ী এই এপ এনড্রয়েড, আইওএস এবং ইন্টারনেট-এ উপলব্ধ হবে।
‘দ্য যোগা ইন্সটিটিউট’-এর ১০২ বৎসর সমাপন সমারোহে ভার্চুয়ালি যোগদান করে কেন্দ্রীয় সরকারের আয়ূশ বিভাগের রাষ্ট্রমন্ত্রী ধ্যান সংক্রান্ত এপ ‘নিষ্পন্দ’-র লোকার্পণ করেন।
শ্রী নায়েক তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে জানান, “অতিমারীর সময় দেশের সাধারণ মানুষও নিজের এবং পরিবারের জীবনের সুরক্ষা প্রশ্নে বেশি করে যোগ সম্পর্কে জানতে, পড়তে ও ব্যবহারিক প্রয়োগ করতে শুরু করেছে যা যথেষ্ট ইতিবাচক।”
প্রসঙ্গতঃ বলে রাখা ভালো, ১৯১৮ সালের ২৫ ডিসেম্বর যোগেন্দ্র-র হাত ধরে শুরু হয়েছিল ‘দ্য যোগা ইন্সটিটিউট’, বর্তমানে বিদেশেও এর বেশ কিছু শাখা আছে।