হীরক মুখোপাধ্যায় (২৫ ডিসেম্বর ‘২০):- পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী সাধন পাণ্ডে, ক্রিকেট প্রশাসক সম্বরণ বন্দ্যোপাধ্যায় ও ক্রিকেটার শিবশঙ্কর পাল-এর উপস্থিতিতে আজ কোলকাতার বুকে হয়ে গেল পঞ্চম বর্ষ এসবিপিএল ক্রিকেট টুর্নামেন্ট-এর খেলোয়াড়দের নিলাম ও জার্সি উন্মোচন।
স্বপ্নার বাগান প্রিমিয়ার লিগ (এসবিপিএল) হলো এমন এক ক্রিকেট প্রতিযোগিতা যেখানে ৪০ ঊর্ধ কিন্তু অনূর্ধ ৬০ ব্যক্তিরাই ক্রিকেট খেলতে পারবেন।
এসবিপিএল টুর্নামেন্ট-এর আয়োজকগণ আজ এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ” ২৩ জানুয়ারী সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত কোলকাতার সুকান্ত উদ্যানে চলবে একদিবসীয় এই ক্রিকেট টুর্নামেন্ট। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ এই ৮ টা দল নিয়ে খেলা শুরু হবে। প্রত্যেক দলের মালিককে আজ সর্বোচ্চ ১,৪০০ টাকা খরচ করে এক একজন খেলোয়াড় কিনতে হয়েছে।
টুর্নামেন্টের শেষে প্রথম স্থানাধিকারী দলের মালিকের হাতে ৭৫ হাজার টাকা, দ্বিতীয় স্থানাধিকারী দলের মালিকের হাতে ৫০ হাজার টাকা ও তৃতীয় স্থানাধিকারী দলের মালিকের হাতে ১০ হাজার টাকা তুলে দেওয়া হবে।”