হীরক মুখোপাধ্যায় (২৪ ডিসেম্বর ‘২০):- নতুন বছরে যে সকল যুবক যুবতী বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন, তাঁদের সুবিধার্থে ‘সেনকো গোল্ড এণ্ড ডায়মণ্ডস গ্রুপ’ আনলো নয়নাভিরাম ‘দ্য গ্রেট ইণ্ডিয়ান ওয়েডিং কালেকশন ২০২১’।
‘দ্য গ্রেট ইণ্ডিয়ান ওয়েডিং কালেকশন ২০২১,’ সম্পর্কে কথা বলতে গিয়ে ‘সেনকো গোল্ড এণ্ড ডায়মণ্ডস গ্রুপ’-এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শুভঙ্কর সেন জানান, “এই অফার চলবে ২০ জানুয়ারী পর্যন্ত। এই পর্যায়ের আভূষণ সামগ্রী ৫০০ টাকা থেকে ৫ লাখ টাকার মধ্যে পাওয়া যাবে।”
‘সেনকো গোল্ড এণ্ড ডায়মণ্ডস গ্রুপ’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই সময়ের মধ্যে সংস্থার শোরুম ও অনলাইন থেকে আভূষণ কিনলে গ্রাহকরা পাবেন:-
👉 সোনার গহনার মজুরির উপর ২৫% অবধি ছাড়,
👉 হীরের গহনার উপর ২০% অবধি ছাড়,
👉 প্ল্যাটিনাম গহনার মজুরির উপর ফ্ল্যাট ১৫% ছাড়,
👉 সিলভার এবং গসিপ কলেকশনের গহনাগুলিতে ১৫% অবধি ছাড়,
👉 হীরার গহনা কেনার ক্ষেত্রে বিনা সুদে ইএমআই এবং গহনার উপর বিনামূল্যে বীমা।