হীরক মুখোপাধ্যায় (২৩ ডিসেম্বর ‘২০):– আগামী ১৮ জানুয়ারী থেকে কোলকাতার বুকে হতে চলেছে সপ্তাহ ব্যাপী ‘ইন্টারন্যাশনাল কোলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২১’। ভার্চুয়ালী এই অনুষ্ঠান চলবে ২৪ জানুয়ারী পর্যন্ত। এই অনুষ্ঠান দেখতে গেলে প্রতিদিন খরচ হবে ১০০ টাকা, তবে একবারে সিজন টিকিট কিনলে লাগবে ৫০০ টাকা। এই অনুষ্ঠানে বিজয়ী ব্যক্তিদের সম্মানিত করা হবে ৩১ জানুয়ারী।
আজ এক সাক্ষাৎকারে উৎসব কমিটির সভাপতি সৌরভ চক্রবর্তী জানান, “গোটা বিশ্বে তাঁরা উৎসব নিয়ে অভূতপূর্ব সাড়া পেয়েছেন। মোট ১১১টি দেশ থেকে ৩৫০০-রও বেশি ছবি জমা হয়েছে।”
সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে তালবাদ্য বিশেষজ্ঞ পণ্ডিত মল্লার ঘোষ জানান, “এই উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ৩১ জানুয়ারী বেলেঘাটার সুকান্ত মঞ্চে অনুষ্ঠিত হবে।”
আয়োজক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, “উৎসবে শর্ট ফিল্ম ছাড়াও, তথ্যচিত্র, অ্যানিমেশন ফিল্মও থাকবে।