মলয় সিংহ,বাঁকুড়া : বর্তমানে যুবকদের মাঠমুখী করার জন্য বাকুঁড়া জেলার সুসন্তান তথা বিশিষ্ট সমাজসেবী গৌতম মিশ্রের উদ্যোগে বড়জোড়া ও শালতোড়া বিধানসভার মোট ২১ টি অঞ্চলে শুরু হয়েছে গৌরব ট্রফি২০২০।
আজ শালতোড়া বিধানসভার লটিয়াবনী অঞ্চলের গৌরব ট্রফির ফাইনাল খেলাটি আজ অনুষ্ঠিত হল দূর্লভপুর ফুটবল ময়দানে। মুখোমুখি দুই দল আমডাঙা গ্রামীন ফুটবল টিম এবং হাঁসপাহাড়ি বীরসিংহ ক্লাব । খেলার মাধ্যমে কোনো দল গোল করতে না পারায় ট্রাইবেকারের মাধ্যমে হাঁসপাহাড়ি বীরসিংহ ক্লাব জয়ী হয়।
উল্লেখ্য লটিয়াবনী অঞ্চলের ২৪ টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে।
আজ ফাইনাল খেলার আগে একটি মহিলা ফুটবল প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়। দর্শকদের উপস্থিত ছিল চোখেপড়ার মত।
আজকের এই ফাইনাল খেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরব ট্রফির কাণ্ডারী গৌতম মিশ্র, উনার সহধর্মীনী সুদীপ্তা মিশ্র, মহম্মদ ওয়েস, গঙ্গাজলঘাটী পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নিমাই মাজী, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জীতেন গরাই, গঙ্গাজলঘাটী থানার ভারপ্রাপ্ত অফিসার শুভাশীষ হালদার, এছাড়াও গৌরব ট্রফি কমিটির সদস্য সদস্যরা সহ সমাজের বিভিন্ন স্তরের শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা ।