হীরক মুখোপাধ্যায়:- অতিমারীর আবহেই অন্ধ্রপ্রদেশ সরকারের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে এক অজানা অসুখ। অজানা অসুখের দাপটে ইতিমধ্যে ২২৭ জন মানুষ পশ্চিম গোদাবরী জেলার ইলুরু হাসপাতালে ভর্তি।
স্থানীয় প্রশাসন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, “গতকাল রাত থেকে আজ পর্যন্ত স্থানীয় কোথাপেটা, পাদামারা ভেধি ও ভাঙ্গায়া গুদেম এলাকা থেকে শয়ে শয়ে মানুষ অসুস্থতা নিয়ে হাসপাতালে আসতে থাকেন। অধিকাংশ ব্যক্তি গা মাথায় প্রবল ব্যথা ও যন্ত্রণা, বমি বমি ভাব এবং মুখ দিয়ে গ্যাঁজলা বের হওয়া অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।”
এই বিষয়ে সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে অন্ধ্রপ্রদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী আল্লা কালীকৃষ্ণ শ্রীনিবাস জানিয়েছেন, “অজানা অসুখের দাপট দেখা দেওয়া মাত্র বিজয়ওয়াড়ার এক অস্থায়ী চিকিৎসা কেন্দ্রে প্রথমে রোগীদের দেখা হচ্ছিল, পরে এর গুরুত্ব অনুধাবন করে রোগীদের সবাইকে ইলুরু হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই মুহূর্তে ওখানে ২২৭ জন রোগী ভর্তি রয়েছেন, এদের মধ্যে ৪৬ জন শিশু রয়েছে।”
অন্ধ্রপ্রদেশ সরকারের স্বাস্থ্য বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, “৮ থেকে ৮০ সব বয়সের রোগীরাই ভর্তি রয়েছেন। তবে এদের কেউই কোভিড পজিটিভ নন। যতটুকু জানা গেছে সাম্প্রতিক অতীতে এঁরা কেউই কোনো সামাজিক অনুষ্ঠানে একত্রিত হননি।”