বাপ্পা রায়, পুরুলিয়া, ০৪ ডিসেম্বর:– ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে শুক্রবার পুরুলিয়া জেলার বিভিন্ন বিধানসভায় অনুষ্ঠিত হলো বাইক রেলী।
এদিন পুরুলিয়া জেলার বাঘমুন্ডি বিধানসভার ঝালদা শহর থেকে তুলিন পর্যন্ত বিজেপির বাইক রেলি কর্মসূচি হয়।
এদিন বিজেপি সূত্রে জানা যায়, বেকারত্ব, নারীদের উপর অত্যাচার, সাধারণ মানুষ তাদের নাহ্য অধিকার থেকে বঞ্চিত, “আর নয় অন্যায়”এর প্রতিবাদেই মূলত বিজেপির বাইক রেলি।
এদিন বাইক রেলিতে উপস্থিত ছিলেন পুরুলিয়ার যুব মোর্চার জেলা সভাপতি নীলোৎপল সিংহ, যুব মোর্চার জেলা সহ সভাপতি রাকেশ মাহাতো, যুব মোর্চার জেলা সাধারণ সম্পাদক রুহিদাস মাহাতো, বিজেপির জেলা সাধারণ সম্পাদক শঙ্কর মাহাতো, বাঘমুন্ডি বিধানসভার কনভেনার জগদীশ কুমার সহ বিধানসভার নেতৃত্ববৃন্দ।
অন্যদিকে মানবাজার বিধানসভার মানবাজার শহরেও অনুষ্ঠিত হয় বিজেপির বাইক রেলি
মানবাজারের বাইক রেলীতে উপস্তিত ছিলেন বিজেপির মানবাজার ১ মণ্ডল সভাপতি, সহ-সভাপতি, ও যুব মোর্চার সদস্যরা।