সৌরভ দাশ, টাকী: আসন্ন ভোটে মহিলা মোর্চার স্ট্র্যাটেজি ঠিক করতে
মঙ্গলবার বিজেপির রাজ্য মহিলা মোর্চার পরিচালনায় বসিরহাট সাংগাঠনিক জেলার মহিলা মোর্চার উদ্দ্যোগে টাকী চৌরঙ্গী গিরিধারী লজে বিধানসভা ভিত্তিক এক বিশেষ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো।বৈঠকে উপস্থিত ছিলেন বসিরহাটের মহিলা মোর্চা অবজারভার রাজ্য মহিলা মোর্চা সম্পাদিকা অর্চিতা রায়চৌধুরী, বসিরহাট সাংগঠনিক জেলার মহিলা মোর্চা সভানেত্রী উমা মন্ডল সহ বসিরহাট সাংগাঠনিক জেলার বিভিন্ন মন্ডলের মহিলা মোর্চা নেতৃত্ব ও কর্মীরা।