হীরক মুখোপাধ্যায় (২৬ নভেম্বর ‘২০):-১০ বছরে পা দিল ‘ইন্দিরা আইভিএফ’ জাত প্রথম সন্তান।
দীর্ঘ ১৪ বছর নিঃসন্তান থাকার দুঃসহ যন্ত্রণা ভোগ করার পর ‘ইন্দিরা আইভিএফ’-এর সহায়তায় সন্তানের মুখ দেখেন হংসরাজ ও রেখা সোনী।
২০১১ সালের ২৫ নভেম্বর উদয়পুরে জন্মগ্রহণ করে তাঁদের কন্যাসন্তান নব্যা।
‘ইন্দিরা আইভিএফ’-এর প্রতিষ্ঠাতা তথা অধ্যক্ষ ডাঃ অজয় মুর্দিয়া জানান, “হংসরাজ ও রেখা সোনী আমাদের কাছে আসার কিছুদিন আগে আমরা অস্ট্রেলিয়া থেকে ‘ক্লোজ ওয়ার্কিং চেম্বার’ আনিয়েছিলাম।
মাতৃ গর্ভের ভেতর ভ্রূণ যেরকম তাপ ও পরিবেশ পায়, সিডাব্লুসি-এর মাধ্যমে আইভিএফ প্রক্রিয়া চালালে ল্যাবের ভেতরেও সেই তাপ ও পরিবেশ পাওয়া যায়।
সিডাব্লুসি-র সহায়তায় ‘ইন্দিরা আইভিএফ’ প্রথম যে সফলতার স্বাদ পেয়েছিল তারই নাম নব্যা।”
সফলতার স্বাদ আস্বাদন করতে সেজে উঠেছিল ‘ইন্দিরা আইভিএফ’। নির্দিষ্ট সময় নিজের জন্মস্থানে এসে উপস্থিত হয় ১০ বছরের নব্যা। নব্যাকে স্বাগত জানাতে নিজের কার্যালয় থেকে বাইরে বেরিয়ে আসেন প্রতিষ্ঠানের কর্ণধার। নব্যার সাথে নিজস্বী তোলার মাধ্যমে শুরু হয় আনন্দ উৎসব।