হীরক মুখোপাধ্যায় (২৫ নভেম্বর ‘২০):- আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, হৃদযেন্ত্রর ক্রিয়া বন্ধ হয়ে আজ চির ঘুমের দেশে চলে গেছেন ফুটবলের জীবন্ত ঈশ্বর দিয়াগো মারাদোনা।
চলে গেলেন মারাদোনা, রেখে গেলেন এক স্বর্ণালি ইতিহাস। এই ইতিহাস ভবিষ্যতে একদিকে যেমন তাঁর গুণমুগ্ধ ভক্তদের হাসাবে তেমনই কাঁদাবে।
দিয়াগোর নেতৃত্বের গুণে আর্জেন্টিনা জিতেছিল ফুটবল বিশ্বকাপ। মেতে উঠেছিল আর্জেন্টিনা। পরে দিয়াগোকে বিভিন্ন নেশায় আশক্ত হতে দেখে কষ্ট পেয়েছিল তার বিশ্বজোড়া ভক্তকুল।