হীরক মুখোপাধ্যায় (২৫ নভেম্বর ‘২০):– ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন দলপতি তথা বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইণ্ডিয়া (বিসিসিআই)-র বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলী-কে তাদের উৎপাদন সামগ্রীর ব্র্যাণ্ড অ্যাম্বাসাডর নিয়োগ করল বিশ্বের অন্যতম প্রখ্যাত স্বাস্থ্য সংস্থা ‘লিভিনগার্ড এজি’।
‘লিভিনগার্ড এজি’-র প্রতিষ্ঠাতা ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সঞ্জীব স্বামী জানিয়েছেন, ‘তাদের সংস্থা স্ট্রীট, প্রো এবং আল্ট্রা পর্যায়ে ৩ ধরণের ফেসমাস্ক ও হ্যাণ্ড গ্লাভস বাজারে আনছে। কিছু উৎপাদন সামগ্রীতে সৌরভ গাঙ্গুলীর সই দেখা যাবে।”