বাপ্পা রায়, পুরুলিয়া, ২৫ নভেম্বর:– পুরুলিয়া জেলার মানবাজার বিধানসভার বিজেপির মানবাজার ১ মণ্ডলের নেতৃত্বে এক পদযাত্রা ও মিছিলের আয়োজন করা হয় বুধবার বিকেলে।
এদিন ইন্দকুড়ির পেট্রোল পাম্প থেকে শুরু করে মানবাজার হসপিটাল মোড়ে শেষ হয় পদযাত্রা। তার পর হসপিটাল মোড়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন এই পদযাত্রায় উপস্তিত ছিলেন,
বিজেপির রাজ্য নেতৃত্বর রাজু ব্যানার্জি, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো , বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী ও জেলা বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ, এবং মানবাজার বিধানসভার বিজেপির কর্মীরা,
এদিন পদযাত্রায় মানুষের ভিড় দেখে রাজু ব্যানার্জি বলেন, “মানবাজারে পদযাত্রায় এত ভিড় জনসভা হলে কি হবে”
তিনি বলেন “শুধু মানবাজার বিধানসভায় নয় পুরুলিয়া জেলার নয়টি বিধানসভায় আমার জিতব।”