হীরক মুখোপাধ্যায় (২৩ নভেম্বর ‘২০):- যুগ সন্ধিক্ষণে এসে দাঁড়াল ‘কোলকাতা মেট্রো রেল’ ও ‘বন্ধন ব্যাঙ্ক’। মেট্রো রেলের ইতিহাসে এই প্রথম কোনো সংস্থা বা ব্রাণ্ডের সাথে হাত মিলিয়ে তাদের স্মার্ট কার্ড প্রকাশ করল ‘কোলকাতা মেট্রো রেলওয়ে’।
১৯৮৪ সালে কোলকাতায় শুরু হয় মেট্রো রেল পরিষেবা, অপরদিকে স্বাধীনতার পর পূর্ব ভারতে প্রতিষ্ঠিত প্রথম ব্যাঙ্ক রূপে ২০১৫ সালে ‘বন্ধন ব্যাঙ্ক’ তাদের যাত্রা শুরু করেছিল। অতিমারীর আবহে দুই সংস্থা একে অপরের আরো কাছে চলে এলো।
প্রসঙ্গতঃ বলে রাখা ভালো, কোলকাতা মেট্রো প্রথম স্মার্ট কার্ড চালু করে ২০১১ সালে। এখন প্রায় ৫ লক্ষ লোক রোজকার যাতায়াতের জন্য মেট্রো স্মার্ট কার্ড ব্যবহার করেন।
নতুন স্মার্ট কার্ড প্রকাশ উপলক্ষ্যে ‘মেট্রো রেলওয়েজ’-এর মহাপ্রবন্ধক মনোজ যোশী ঐতিহাসিক মুহুর্তে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, “আশা করি কোলকাতা মেট্রোর সাথে ‘বন্ধন ব্যাঙ্ক’-এর এই অংশীদারিত্ব ফলদায়ী হবে।”
অপরদিকে ‘বন্ধন ব্যাঙ্ক’-এর ব্যাবস্থাপক নির্দেশক ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক চন্দ্রশেখর ঘোষ বলেন, “ কোলকাতা মেট্রোর সঙ্গী হতে পেরে ‘বন্ধন ব্যাঙ্ক’ গর্বিত। ভারতের প্রথম মেট্রো রেলওয়ে বলে ইতিমধ্যে প্রশংসিত এই রেল পরিষেবা। স্মার্ট কার্ডের এই ব্র্যাণ্ডিংয়ের ফলে অনেক বেশি মানুষ আমাদের উপস্থিতি সম্পর্কে সচেতন হবেন।”