হীরক মুখোপাধ্যায় (১৯ নভেম্বর ‘২০):- ‘টাটা এমডি’ (টাটা মেডিক্যাল এণ্ড ডায়াগনিস্টিকস)-এর সাথে গাঁটছড়া বেঁধে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে দিল্লীতে কোরোনা পরীক্ষা শুরু করবে ‘অ্যাপোলো হসপিটালস গ্রুপ’।
‘অ্যাপোলো হসপিটালস গ্রুপ’-এর তরফে সংস্থার এএইচইএল-এর যুগ্ম ব্যাবস্থাপক নির্দেশক এবং এএইচএলএল-এর ব্যবস্থাপক নির্দেশক ডাঃ সঙ্গীতা রেড্ডী এবং ‘টাটা মেডিক্যাল এণ্ড ডায়াগনিস্টিকস’-এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক এবং ব্যবস্থাপক নির্দেশক গিরীশ কৃষ্ণমূর্তি সংবাদমাধ্যমের সামনে আজ যৌথভাবে এই কথা জানান।
যৌথ ঘোষণা অনুযায়ী, “ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে জাতীয় রাজধানী ক্ষেত্র (এনসিআর)-এ চালু হতে চলেছে বিশ্বের প্রথম ‘সিআরআইএসপিআর ক্যাস ৯’ নির্ভর কোভিড পরীক্ষা।”
প্রসঙ্গতঃ বলে রাখা ভালো, এই বছরের ৯ নভেম্বর ‘ইণ্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ’ (আইসিএমআর) ও ‘ড্রাগ কনট্রোলার জেনারেল অব ইণ্ডিয়া’ (ডিসিজিআই) থেকে অনুমোদন পেয়েছে ‘টাটা মেডিক্যাল এণ্ড ডায়াগনিস্টিকস’।
‘টাটা এমডি’-র সাথে চুক্তিবদ্ধ হয়ে ‘অ্যাপোলো হসপিটালস গ্রুপ’ ‘টাটা এমডি চেক’ নামের কোরোনা বা কোভিড পরীক্ষা শুরু করতে চলেছে। প্রথমদিকে এই পরীক্ষার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ১০ হাজার।
দেশের রাজধানী ক্ষেত্রে এই বিশেষ ধরণের পরীক্ষা পর্ব শুরু হওয়ার পর কালক্রমে এই পরীক্ষা কোলকাতা, মুম্বাই, হায়দরাবাদ, ব্যাঙ্গালুরু, চেন্নাই, আহমেদাবাদ ও পুনেতেও শুরু হবে।