বাপ্পা রায়, পুরুলিয়া, ১৮ নভেম্বর:- বুধবার পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে মানবাজার থানার ইন্দকুড়ি মোড়ে ট্রাফিক সিগন্যাল উদ্বোধন হলো এদিন।
ইন্দকুড়ির এই গুরুত্বপূর্ণ মোড় থেকে বাঁকুড়া, পুরুলিয়া, টাটা বিভিন্ন গুরুত্ব পূর্ণ জায়গা যাওয়া যায়, কিন্তু এতদিন কোনো ট্রাফিক সিগন্যাল না থাকায় সমস্যায় পড়তে হতো অনেককেই। মানবাজার মহকুমা হবার পর থেকেই জেলা পুলিশ ওই মোড়ে ট্রাফিক সিগন্যাল বসাতে উদ্যোগী হন।
এদিন ট্রাফিক সিগন্যাল এর উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী সন্ধ্যারানী টুডু ও পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায়। উপস্তিত ছিলেন মানবাজারের পুলিশ কর্তারা।