হীরক মুখোপাধ্যায় (১৮ নভেম্বর ‘২০):- “‘ইণ্ডিয়ান চেম্বার অব কমার্স’-এর তত্ত্বাবধানে আগামী ১৪ থেকে ১৬ ডিসেম্বর হতে চলেছে হস্তশিল্পের স্থানীয় থেকে বৈশ্বিক (এল টু জি) প্রদর্শনী” বলে জানিয়েছেন আইসিসি-র মহানির্দেশক ডঃ রাজীব সিং।
‘ইণ্ডিয়ান চেম্বার অফ কমার্স’ (আইসিসি)-এর তরফে জানানো হয়েছে, ‘লাইভ ওয়েব স্টোর’-এর মাধ্যমে এমএসএমই দ্বারা নির্মিত ভারতীয় টেক্সটাইল, হ্যাণ্ডলুম, খাদির পোশাক ও অন্যান্য সামগ্রী, ও পাটজাত বিভিন্ন পণ্য প্রদর্শন করা হবে। ‘আত্মনির্ভার ভারত’ অভিযানের আওতায় ভারতীয় পণ্যগুলির জন্য ৩ দিনের এই প্রদর্শনীর আয়োজন।
মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা ইত্যাদির ভারতীয় মিশনগুলির দ্বারা সমর্থিত এই ‘ওয়েব স্টোর’ ভার্চুয়াল ক্রেতা বিক্রেতার মধ্যে যোগাযোগ স্থাপন করবে।এই ব্যবস্থা বৈদেশিক ক্রেতা ও ভারতীয় বিক্রেতাদের অংশগ্রহণে উদ্বুদ্ধ
করে কথোপকথনের মাধ্যমে বিশ্বব্যাপী বিজনেস নেটওয়ার্ক তৈরির ক্ষেত্রে সহায়তা করবে।
কোভিড প্রাদুর্ভাবের পরে ভারত পুনরুত্থানের দিকে যাচ্ছে, সাথে ব্যবসায়ীগণ এই মহামারী থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে।
অতিমারী ব্যবসাতে ব্যাপক প্রভাব ফেলেছে যার ফলে শিল্প সর্বকালের সর্বনিম্ন অবস্থানে চলে এসেছে।
এইসময়ে ‘ইণ্ডিয়ান চেম্বার অফ কমার্স’ ভারতীয়বিক্রেতাদের এমন প্ল্যাটফর্ম সুযোগ দিতে চলেছে, যেখানে তাঁরা তাঁদের পণ্য আন্তর্জাতিক মহলে খুব স্বল্পব্যয়ে প্রদর্শন করতে পারবেন।আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য আন্তর্জাতিক আমদানিকারকদের সাথে নতুন সংলাপ শুরু করার ক্ষেত্রে এই অভিনব ধরণের প্ল্যাটফর্ম সবার সামনে আনারউদ্যোগ নিয়েছে বলে জানান ‘ইণ্ডিয়ান চেম্বার অফ কমার্স’ এর ডিরেক্টর জেনারেল ডঃ রাজীব সিং। এই বছর অক্টোবরে আয়োজিত ‘টেক্সটাইল ই-সোর্সিং ফেয়ার’-এর সফলতার পর ডিসেম্বরে আসন্ন ভার্চুয়াল ওয়েব স্টোরের প্রশংসনীয় পরিকল্পনা করেছে আইসিসি।
ওয়েব স্টোরের জন্য চালু হয়েছে ওয়েবসাইট । প্রদর্শনকারীরা এখানেই তাদের পণ্য প্রদর্শন করতে, তাদের কোম্পানির প্রোফাইল সম্পর্কে কথা বলতে, তাদের পছন্দের ভিডিও চালাতে, তাদের পণ্যের চিত্রগুলি আপলোড করতে পারবেন।