হীরক মুখোপাধ্যায় (১৭ নভেম্বর ‘২০):– আজ ভারতীয় ক্রিকেট দলের নতুন কিট স্পনসর ও অফিসিয়াল মার্চেণ্ডাইজ পার্টনার এর নাম ঘোষণা করা হলো। ঘোষণা অনুযায়ী, এই বছরের নভেম্বর থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত এই চুক্তি বলবৎ থাকবে। এর ফলে আগামী ৩ বছর ভারতীয় জাতীয় ক্রিকেট দলগুলোর পোষাক নির্মাণ ও বন্টন করবে ‘এমপিএল স্পোর্টস’। আসন্ন ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ থেকে এই চুক্তি কার্যকার হবে।
আজ এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ‘বিসিসিআই’-এর সভাপতি সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, “নতুন চুক্তি অনুযায়ী আগামী ৩ বছর ‘টিম ইণ্ডিয়া’-র অফিসিয়াল কিট স্পনসর করবে ‘এমপিএল স্পোর্টস'”।
সম্প্রতি ‘এমপিএল স্পোর্টস’-এর সাথে ৩ বছরের এক চুক্তি করেছে ‘বিসিসিআই’। এই চুক্তির ফলে, ভারতের জাতীয় পুরুষ, মহিলা ও অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের খেলোয়াড়রা ‘এমপিএল স্পোর্টস’-এর নকশা করা পোষাক পরবে।
এই প্রসঙ্গে ‘এমপিএল এণ্ড এমপিএল স্পোর্টস’-এর গ্রোথ এণ্ড মার্কেটিং বিভাগের সহাধ্যক্ষ অভিষেক মাধবন জানান, “এখান থেকে দর্শক ও ক্রীড়ামোদীগণ স্পোর্টস এণ্ড অ্যাথলিজার ওয়ার থেকে শুরু করে ক্রিকেট খেলার সরঞ্জাম ছাড়াও মাগ, সিপার, কী চেন, মাস্ক, হেড গিয়ার, রিস্টব্যাণ্ড, জুতো সবই পাবেন।”