02, Dec-2020 || 08:42 pm
Home খেলা টিম ইণ্ডিয়ার অফিসিয়াল কিট স্পনসর করবে এমপিএল স্পোর্টস : সৌরভ

টিম ইণ্ডিয়ার অফিসিয়াল কিট স্পনসর করবে এমপিএল স্পোর্টস : সৌরভ

হীরক মুখোপাধ্যায় (১৭ নভেম্বর ‘২০):– আজ ভারতীয় ক্রিকেট দলের নতুন কিট স্পনসর ও অফিসিয়াল মার্চেণ্ডাইজ পার্টনার এর নাম ঘোষণা করা হলো। ঘোষণা অনুযায়ী, এই বছরের নভেম্বর থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত এই চুক্তি বলবৎ থাকবে। এর ফলে আগামী ৩ বছর ভারতীয় জাতীয় ক্রিকেট দলগুলোর পোষাক নির্মাণ ও বন্টন করবে ‘এমপিএল স্পোর্টস’। আসন্ন ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ থেকে এই চুক্তি কার্যকার হবে।

আজ এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ‘বিসিসিআই’-এর সভাপতি সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, “নতুন চুক্তি অনুযায়ী আগামী ৩ বছর ‘টিম ইণ্ডিয়া’-র অফিসিয়াল কিট স্পনসর করবে ‘এমপিএল স্পোর্টস'”।

সম্প্রতি ‘এমপিএল স্পোর্টস’-এর সাথে ৩ বছরের এক চুক্তি করেছে ‘বিসিসিআই’। এই চুক্তির ফলে, ভারতের জাতীয় পুরুষ, মহিলা ও অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের খেলোয়াড়রা ‘এমপিএল স্পোর্টস’-এর নকশা করা পোষাক পরবে।

এই প্রসঙ্গে ‘এমপিএল এণ্ড এমপিএল স্পোর্টস’-এর গ্রোথ এণ্ড মার্কেটিং বিভাগের সহাধ্যক্ষ অভিষেক মাধবন জানান, “এখান থেকে দর্শক ও ক্রীড়ামোদীগণ স্পোর্টস এণ্ড অ্যাথলিজার ওয়ার থেকে শুরু করে ক্রিকেট খেলার সরঞ্জাম ছাড়াও মাগ, সিপার, কী চেন, মাস্ক, হেড গিয়ার, রিস্টব্যাণ্ড, জুতো সবই পাবেন।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

এবার জৌলুসহীন রাস যাত্রা নদীয়ার শান্তিপুরে, হবেনা শোভাযাত্রা, নেই রাই রাজা ও

প্রদীপ মজুমদার, নদীয়া: রাত পোহালেই শান্তিপুরের ভাঙ্গা রাস। আর এই ভাঙ্গা রাস ই এবার জৌলুসহীন। শোভাযাত্রা বন্ধ নেই রাই রাজা ও। নগর...

দুয়ারে দুয়ারে সরকারকে মরণকালে হরিনাম বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু

প্রদীপ মজুমদার, নদীয়া : রাজ্য সরকারের প্রকল্প 'দুয়ারে সরকার' কে মরণ কালে হরিনাম বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। মঙ্গলবার...

আবেদনের দীর্ঘদিন পরেও উজালা যোজনার গ্যাস সিলিন্ডার না পেয়ে বিক্ষোভ হাসনাবাদে

সৌরভ দাশ, হাসনাবাদ: দীর্ঘদিন আগে উজালা গ্যাস যোজনার গ্যাসের আবেদন করলেও এখনো মেলেনি গ্যাস,এমনকি এলাকার ভারত গ্যাস ব্যবহার কারীরাও সিলিন্ডার ফুরিয়ে গেলে...

টাকী তে সাংগাঠনিক বৈঠক বিজেপি মহিলা মোর্চার

সৌরভ দাশ, টাকী: আসন্ন ভোটে মহিলা মোর্চার স্ট্র্যাটেজি ঠিক করতেমঙ্গলবার বিজেপির রাজ্য মহিলা মোর্চার পরিচালনায় বসিরহাট সাংগাঠনিক জেলার মহিলা মোর্চার উদ্দ্যোগে টাকী...