25, Jun-2022 || 10:05 pm
Home খেলা টিম ইণ্ডিয়ার অফিসিয়াল কিট স্পনসর করবে এমপিএল স্পোর্টস : সৌরভ

টিম ইণ্ডিয়ার অফিসিয়াল কিট স্পনসর করবে এমপিএল স্পোর্টস : সৌরভ

হীরক মুখোপাধ্যায় (১৭ নভেম্বর ‘২০):– আজ ভারতীয় ক্রিকেট দলের নতুন কিট স্পনসর ও অফিসিয়াল মার্চেণ্ডাইজ পার্টনার এর নাম ঘোষণা করা হলো। ঘোষণা অনুযায়ী, এই বছরের নভেম্বর থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত এই চুক্তি বলবৎ থাকবে। এর ফলে আগামী ৩ বছর ভারতীয় জাতীয় ক্রিকেট দলগুলোর পোষাক নির্মাণ ও বন্টন করবে ‘এমপিএল স্পোর্টস’। আসন্ন ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ থেকে এই চুক্তি কার্যকার হবে।

আজ এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ‘বিসিসিআই’-এর সভাপতি সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, “নতুন চুক্তি অনুযায়ী আগামী ৩ বছর ‘টিম ইণ্ডিয়া’-র অফিসিয়াল কিট স্পনসর করবে ‘এমপিএল স্পোর্টস'”।

সম্প্রতি ‘এমপিএল স্পোর্টস’-এর সাথে ৩ বছরের এক চুক্তি করেছে ‘বিসিসিআই’। এই চুক্তির ফলে, ভারতের জাতীয় পুরুষ, মহিলা ও অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের খেলোয়াড়রা ‘এমপিএল স্পোর্টস’-এর নকশা করা পোষাক পরবে।

এই প্রসঙ্গে ‘এমপিএল এণ্ড এমপিএল স্পোর্টস’-এর গ্রোথ এণ্ড মার্কেটিং বিভাগের সহাধ্যক্ষ অভিষেক মাধবন জানান, “এখান থেকে দর্শক ও ক্রীড়ামোদীগণ স্পোর্টস এণ্ড অ্যাথলিজার ওয়ার থেকে শুরু করে ক্রিকেট খেলার সরঞ্জাম ছাড়াও মাগ, সিপার, কী চেন, মাস্ক, হেড গিয়ার, রিস্টব্যাণ্ড, জুতো সবই পাবেন।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

সাইকো থ্রিলার কলিং বেল-এর পোস্টার ও টিজার প্রকাশ

ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা : বাড়ির দরজায় থাকা বেল সবসময় যে আনন্দের খবর নিয়ে আসে তা কিন্তু নয়। অনেক...

সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত

মনোজ কুমার মালিক,ভাতাড় :পূব বর্ধমান জেলার ভাতাড় থানার বনপাশ অঞ্চলের মোহনপুর গ্রামের বাসিন্দা স্বর্গীয় জীবন সেনের একটি জমি দীর্ঘদিন ধরে জবরদখল করে...

জিআরএসই-র শিপবিল্ডিং বিভাগের নির্দেশকের দায়িত্বে এলেন কম্যাণ্ডার শান্তনু বোস

হীরক মুখোপাধ্যায় (৮ জুন '২২):- আজ থেকে 'গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যাণ্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড' (জিআরএসই)-এর শিপবিল্ডিং বিভাগের নির্দেশক-এর দায়িত্বে এলেন কম্যাণ্ডার শান্তনু বোস।

গ্যাস উৎপাদনের ক্ষেত্রে ০.৮ মিলিয়ন স্ট্যাণ্ডার্ড কিউবিক মিটারের গণ্ডি পার করল ইওজিইপিএল

হীরক মুখোপাধ্যায় (৭ জুন, ২২):- গ্যাস উৎপাদনের ক্ষেত্রে ০.৮ মিলিয়ন স্ট্যাণ্ডার্ড কিউবিক মিটারের গণ্ডি পার করল 'এসার অয়েল অ্যাণ্ড গ্যাস এক্সপ্লোরেশন অ্যাণ্ড...