হীরক মুখোপাধ্যায় (১৫ নভেম্বর ‘২০):- বাংলা চলচ্চিত্র জগতের এক অধ্যায়ের পরিসমাপ্তি হল, চলে গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আজ ১২.১৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
১৯৩৫ সালের ১৯ জানুয়ারী তিনি জন্মগ্রহণ করেন। জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত সৌমিত্র চট্টোপাধ্যায় মানুষের ভালোবাসা পেয়েছেন।
বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা সত্যজিত রায়-এর হাত ধরে রূপলি জগতে প্রবেশ করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর বর্ণময় জীবনে তিনি পেয়েছেন ‘দাদা সাহেব ফালকে পুরস্কার’, পদ্মভূষণ, ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মান ‘লিজিয়ন অব অনার’ সহ একাধিক সম্মান।
সৌমিত্র চট্টোপাধ্যায়-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক ব্যক্তি।