হীরক মুখোপাধ্যায় (১২ নভেম্বর ‘২০):- ধনতেরসের প্রাক্কালে আজ কোলকাতায় শাখা খুলল ‘এইউ স্মল ফিনান্স ব্যাঙ্ক’।
কোলকাতা পৌরনিগমের বিদায়ী মেয়র পারিষদ সদস্য দেবাশিস কুমার এই ব্যাঙ্কের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোলকাতা দায়রা আদালতের মুখ্য সরকারী অভিশংসক তমাল মুখার্জী সহ আরো অনেকে।
‘এইউ স্মল ফিনান্স ব্যাঙ্ক’-এর কার্যনির্বাহী নির্দেশক উত্তম টিব্রেওয়াল জানিয়েছেন, “কোলকাতা বিবাদি বাগ অঞ্চলে শাখা খোলার সাথে সাথে পূর্বাঞ্চলে ব্যবসা শুরু করল ‘এইউ স্মল ফিনান্স ব্যাঙ্ক’।
এই মুহুর্তে দেশের ১৩ টা রাজ্য ও ২ টো কেন্দ্রশাসিত অঞ্চলে এই ব্যাঙ্কের ৭১০ টা টাচপয়েন্ট রয়েছে।”