হীরক মুখোপাধ্যায় (১১ নভেম্বর ‘২০):- রাজারহাট নিউটাউন এলাকায় খুলল টাইটান ঘড়ির নিজস্ব বিপনন কেন্দ্র।
১,০৫০ বর্গফুটের এই বিপনন কেন্দ্রে রয়েছে টাইটান ঘড়ির বিপুল সম্ভারের সাথে হেলিওস-এর প্রিমিয়াম ইন্টারন্যাশনাল ওয়াচ ব্রান্ডের ঘড়ির সম্ভার।
আজ এই বিপনন কেন্দ্রের দ্বারোদ্ঘাটন করে ‘টাইটান কোম্পানী লিমিটেড’-এর ব্যাবস্থাপক নির্দেশক সি কে ভেঙ্কটরমন বলেন, “আজ এখানে ‘ওয়ার্ল্ড অব টাইটান’-এর ৫০০ তম বিপনন কেন্দ্র খুলল।
এখানে টাইটান, নেবুলা, জাইলাস, ফাস্ট্র্যাক, জুপ, স্কিন, আরমানি, সিকো, সিটিজেন, মাইকেল করস, গেস, টমি হিলফিগার, কেনেথ কোল, পুলিশ, ফসিল, অ্যান ক্লিন, ফিটবিত এবং টিসোট ইত্যাদি ব্র্যান্ডের ১৮৫০ রকমের ঘড়ির বিপুল সম্ভার আছে।”