নিজস্ব প্রতিনিধি, কোলকাতাঃ সারা বাংলা গ্রামীন সম্পদ কর্মী সংগঠনের ডাকে আজ কলকাতায় এক মহা মিছিল সংঘটিত হলো গ্রামীন সম্পদ কর্মী ভি আর পি দের দ্বারা। সকাল ১২ টায় রামলীলা ময়দানে জড়ো হয়ে তাদের মিছিল চলে যায় রানী রাসমণি ধর্মতলা অভিমুখে। রাজ্যে ২০১৬ সালে পরিবর্তনের ঘরানায় নিয়োজিত ভিআরপিরা অন্যান্য কর্মচারীদের তুলনায় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ।
রাজ্যে প্রায়ই ২৫ হাজার ৪০ জন ভি আর পি সোশ্যাল অডিট এর পাশাপাশি ডেঙ্গু ও করোনা প্রতিরোধে কাজ করেন। বিডিও অফিসে অলিখিত নির্দেশে প্রায় দশ বারো টি প্রকল্পে তারা হাত লাগান বলে জানা যায়।
কিন্তু মাসের শেষে দেখা যায় ১৭৫ টাকা হারে কুড়ি দিনে মাত্র সাড়ে তিন হাজার টাকা বেতন নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের । সংগঠনের সভাপতি মিজানুর রহমান জানান তারা দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রীর কাছে দরবার করে আসছেন সরকারি কর্মচারী স্বীকৃতি সহ মাসিক ১৫ হাজার টাকা ও ১০০% সামাজিক নিরীক্ষার কাজে তাদের লাগাতে হবে । ত্রিপুরা মেঘালয় সহ অন্যান্য রাজ্যে সামাজিক নিরীক্ষা সহ কনকারেন্ট সোশ্যাল অডিট চালু হলেও এ রাজ্যে চালু হয়নি বলে তাদের অভিযোগ । ভিআরপি রা যেহেতু সামাজিক নিরীক্ষার ওপরে নিয়োজিত হয়েছেন তাই তাদের দ্বারা সমস্ত সামাজিক নিরীক্ষা কাজ করানো হোক বলে দাবি তোলেন তিনি।
বেলা দুটোর দিকে তাদের মিছিল রানী রাসমণি তে পৌঁছালে সেখানে তারা সমবেত হয়ে দাবি দাবি পূরণ না হওয়ার জন্য শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করেন। সংগঠনের ভিআরপি কর্মী শেখ রাজু আলী দাবি করেন মুখ্যমন্ত্রী ভালো করে খোঁজ নিন বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু ও করোনার সার্ভের কাজ বাস্তবে কারা করেন। তাছাড়া সরকারের যে সমস্ত জনমুখি প্রকল্প রয়েছে তার সুফল ও সরকারের সদিচ্ছার কথা বাড়ি বাড়ি প্রচার করেন এই ভি আর পি কর্মীরাই। সুজা উদ্দিন আহমেদ, অমিত সরকার, শামীমা আসমান, হরিসাধন রুইদাস,পূর্ণেন্দু ব্যানার্জি, স্বরূপ সেনাপতি রা অভিযোগ করেন রাজ্যে ভিআরপি রাই অন্যান্য কর্মচারীদের তুলনায় সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। অন্যান্য কর্মচারীদের যেভাবে মুখ্যমন্ত্রী দেখছেন নির্বাচনের আগে ভিআরপিদের পূর্ব প্রতিশ্রুতি মত সুরাহা না হলে কলকাতা মহানগরীতে বিক্ষোভের ডাক দেবেন বলে জানা যায়।