নিজস্ব প্রতিনিধি, বিলকান্দাঃ খড়দহ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় শুকুর আলী পুরকাইতের উদ্যোগে মুড়াগাছা চৌরাস্তায় এক বিরাট জনসভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়, উত্তর ২৪ পরগনা জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী, রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের আপ্ত সহায়ক কনৌজ দাস রায়,উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণগোপাল বন্দ্যোপাধ্যায়,,বিলকান্দা ২ আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি সজল দাস, বিলকান্দা ১ আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা প্রধান চিত্তরঞ্জন মন্ডল, বিলকান্দা ১ অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রবীর দাস (বাবাই ),বিলকান্দা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান মলিনা রানী মল্লিক,বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা পাইক,বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সুনীল ঘোষ, বন্দীপুর গ্রাম পঞ্চায়েতর প্রধান নুর নাহার বিবি,বন্দীপুর গ্রাম পঞ্চায়েতর উপ প্রধান রহুফ আলি সহ বিশিষ্ট নেতা নেত্রী ও কর্মীবৃন্দরা।