রাজীব দত্ত , রাজারহাট: রাজারহাটের প্রচেষ্টা হিউমান সোসাইটি ট্রাস্টের তত্ত্বাবধানে চালু হলো নতুন প্রকল্প রবিবারের দুপুরের ভোজ। গত দু’বছর ধরে প্রচেষ্টা সোসাইটি ট্রাস্টের তত্ত্বাবধানে,নানান রকম সামাজিক উন্নয়নমূলক কাজ এবং মানুষের পাশে থাকার মহৎ প্রচেষ্টা করে চলে আসছে। শুধু রাজারহাট এলাকা নয় সমগ্র, পার্শ্ববর্তী এলাকার নানান বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আম্ফান, লকডাউন পরিস্থিতি সময় । প্রত্যেক বছর পুজোয় তারা নানান রকম অনুষ্ঠানের আয়োজন করে দুঃস্থ মানুষদের হাতে পোশাক তুলে এবং খাদ্য সামগ্রী তুলে দেওয়ার জন্য। এবার ট্রাস্টের সমস্ত সদস্যদের একত্রিত হয়ে একটি নতুন প্রকল্প চালু করেছে রাজারহাট এলাকায় । প্রতি রবিবার এলাকার আগত ভিক্ষুক দের দুপুরের খাবার প্রদান করার কর্মসূচি গ্রহণ করেছে তারা। প্রতি রবিবার এইরূপ দুপুরের ভোজের মাধ্যমে তারা দুস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করছে। ট্রাস্ট এর তরফ থেকে জানানো হয়েছে যে আগামী দিনে তারা আরো মানুষের হাতে দুপুরের খাবার তুলে দিতে চান এ বিষয়ে যদি কোন মানুষ তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে তারা তার কাছে কৃতজ্ঞ । যদি কোন সহৃদয় ব্যক্তি তাদের সাথে সদস্যপদ গ্রহণ করে এ বিষয়ে এগিয়ে আসতে চান তাদেরকে সবসময় স্বাগত জানাচ্ছেন তারা। তারা আশা করছে যদি কোন সরকারি এবং বেসরকারি সহায়তা পায় এই ট্রাস্ট সার্বিক ভাবে বিকশিত হবে সমাজের প্রেক্ষাপটে দাঁড়িয়ে ।