21, Oct-2020 || 09:28 am
Home জেলা কাশীপুরের একদিনের নাটকের কর্মশালা - ২০২০

কাশীপুরের একদিনের নাটকের কর্মশালা – ২০২০

রাজীব দত্ত কাশিপুর দক্ষিণ 24 পরগনা: কাশিপুর কিশোর ভারতী বিদ্যালয় ভবনে সকাল ৯-০০টায় নাটকের কর্মশালার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় পলাশ গাঙ্গুলী। প্রশিক্ষক হিসাবে উপস্থিত মাননীয় শুভাশিস খামারু। সমস্ত অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করার পিছনে ছিলেন রাজারহাট এলাকার বিশিষ্ট শিক্ষক শ্রী রণজিৎ কুমার মন্ডল । অন্য ধরনের অনুষ্ঠানের মাধ্যমে সম্পূর্ণ হলো এই একদিনের নাটকের কর্মশালা অনুষ্ঠান। সরকারি বিধিনিষেধ মেনে আসন সংখ্যা সীমিত রেখেই এই অনুষ্ঠানটি পরিচালিত হয়। থিয়েটার ও নাটক জগতের অন্যতম দক্ষ অভিনেতা শুভাশিস খামার নতুন ছাত্রছাত্রীদের মধ্যে কার বিশেষ জ্ঞান নিবেদন করলেন । প্রত্যেককে হাতে-কলমে ধরে ধরে এই কর্মশালায় শিখানোর প্রচেষ্টা তিনি গ্রহণ করেছিলেন। আশেপাশের বেশ কিছু অঞ্চলের আগ্রহী ছাত্রছাত্রীরা এগিয়ে আসে এই নাট্য কর্মশালা অনুষ্ঠানে। সারাদিন ব্যাপী এই অনুষ্ঠানটি চলে বিকেল পাঁচটা পর্যন্ত। সম্পূর্ণ বিনামূল্যেই নাটক কর্মশালাটি পরিচালিত হয়। প্রত্যেকেই এই নাট্য কর্মশালা যোগদান করতে পেরে আনন্দ উপভোগ করেন এবং সেইসঙ্গে নতুন কিছু করা ও নিজের স্বপ্নকে বাস্তবায়িত পাওয়ার যাত্রা শুরু করেন । এবং সেই সঙ্গে বিশেষভাবে আনন্দ উপভোগ করেন উপস্থিত সকল দর্শকগণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাঁকুড়া পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য দিলীপ আগরওয়াল স্থানীয় ধর্মশালায় বস্ত্র বিতরণ

মোহাম্মাদ শাহজাহান আনসারী,বাঁকুড়া:-আর দু দিন পর এই রাজ্যের সবচেয়ে বড় উৎসব অর্থাৎ দুর্গাপুজো শুরু হবে । কিন্তু এই করোনা আবহে বহু মানুষ...

আদালতের রায়কে উপেক্ষা করে সদলবলে কোলকাতায় পুজো উদ্বোধন করলেন স্মিতা বক্সী

হীরক মুখোপাধ্যায় (২০ অক্টোবর '২০):- কোলকাতা উচ্চ ন্যায়ালয়ের আদেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে আজ পুজোর উদ্বোধন সারল 'ইয়ুথ অ্যাসোসিয়েশন অব মোহম্মদ আলী...

পশ্চিমবঙ্গের জন্য ৩ রঙের রিচ ক্রিম আনল গোদরেজ এক্সপার্ট

হীরক মুখোপাধ্যায় (২০ অক্টোবর '২০):- পুজো উপলক্ষ্যে বিশেষকরে পশ্চিমবঙ্গের জন্য পৃথক ৩ টে রঙের 'রিচ ক্রিম' আনল 'গোদরেজ এক্সপার্ট' ।

তৃণমূল কংগ্রেস মহিলা শাখার পাশাপাশি শুরু করলো বঙ্গজননী সংগঠন

প্রদীপ মজুমদার, নদীয়াঃ তৃণমূলের মহিলা শাখার ওপর আর ভরসা না থাকায় তৃণমূল কংগ্রেস মহিলা শাখার পাশাপাশি শুরু করলো বঙ্গজননী সংগঠন।এই সংগঠনের কাজ...